টুকরো খবর
আইএনটিইউসির নতুন কার্যালয় রেল শহরে
আইএনটিইউসি-র নতুন কার্যালয়ের উদ্বোধন হল খড়্গপুরে। শনিবার খড়্গপুর টাউন থানা সংলগ্ন সদানন্দ মঞ্চের ওই দলীয় কার্যালয়ের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। গত অগস্টে কংগ্রেস শ্রমিক সংগঠন আইএনটিইউসি-র জেলা সভাপতি হওয়ার পর থেকে প্রদীপ পাল দীর্ঘদিন বন্ধ থাকা ওই কার্যালয়টি খোলার বিষয়ে উদ্যোগী হন। প্রদীপবাবুর উদ্যোগে কংগ্রেসের শ্রমিক সংগঠনের পশ্চিম মেদিনীপুরের নতুন পূর্ণাঙ্গ জেলা কমিটিও এ দিন গঠিত হল। কমিটির সেক্রেটারি জেনারেল হিসেবে সনাতন যাদব, সহ-সভাপতি হিসেবে হেমা চৌবে, অরুণ গোস্বামী, দেবাশিস ঘোষ-সহ ১১জনের নাম ও সাধারণ সম্পাদক হিসেবে মেদিনীপুরের তাপস বসু, গড়বেতার ভৈরব রায়-সহ ৩ জনের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের অবসরপ্রাপ্ত রেল কর্মচারী সংগঠনের সভাপতি কে ভি রামনা রাও, রেলওয়ে মেনস কংগ্রেসের সহ-সম্পাদক রণধীশ চক্রবর্তী, নির্দল কাউন্সিলর সত্যদেও শর্মা প্রমুখ। রেলের কর্মচারীরা ছাড়াও বিভিন্ন কলকারখানার শ্রমিকেরাও এ দিনের অনুষ্ঠানে যোগ দেন। প্রদীপবাবু বলেন, “সংগঠনের জাতীয় সভাপতি জি সঞ্জীব রেড্ডি জেলা সভাপতি পদে আমাকে নির্বাচিত করেছেন। আপাতত সদানন্দ মঞ্চের কার্যালয় থেকেই জেলা কমিটির কাজকর্ম পরিচালিত হবে। পরে জেলা কার্যালয় কোথায় হবে তা ঠিক করব। পর্ণাঙ্গ জেলা কমিটির ঘোষিত নামগুলি রাজ্য নেতৃত্বের কাছে পাঠিয়ে দেওয়া হবে।”

আজ তৃণমূলের মহামিছিল
আজ, সোমবার মেদিনীপুর শহরে মহামিছিল করবে তৃণমূল। দলীয় সূত্রে খবর, এটি শহরের কেন্দ্রীয় কর্মসূচি। দুপুরে বিদ্যাসাগর হলের মাঠ থেকে মিছিল শুরু হবে। তার আগে শহরের ২৫টি ওয়ার্ড থেকে দলের কর্মী- সমর্থকেরা মিছিল করে মাঠে পৌঁছবেন। সব ওয়ার্ডের মিছিল পৌঁছনোর পর মহামিছিল শুরু হবে। প্রসঙ্গত, আগামী শুক্রবার পুরসভা নির্বাচন। তার আগে শেষ রবিবার, ছুটির দিনে চুটিয়ে প্রচার করলেন সব দলের প্রার্থীরা। এ দিন সকাল থেকে শহরের সবক’টি ওয়ার্ডে নানা কর্মসূচি হয়। কোথাও মিছিল হয়েছে। কোথাও নির্বাচনী পথসভা হয়েছে। কোথাও বা কর্মিসভা হয়েছে। ছুটির দিনে বাড়ি বাড়ি প্রচারেও বেরোন প্রার্থীরা। আর্জি একটাই, ‘এ বার একটু দেখবেন।’ প্রচারে পিছিয়ে ছিল না কেউই। কংগ্রেস, তৃণমূল থেকে সিপিএম, সিপিআই, বিজেপি- যে যার মতো করে প্রচার করে। বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থীদের সমর্থনে প্রচার- গাড়িও বের করে।

খাল থেকে দেহ উদ্ধার
খাল থেকে বস্তাবন্দি অজ্ঞাতপরিচয় এক মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। রবিবার সকালে কেশিয়াড়ির বিনন্দপুর থেকে বছর পঁয়ত্রিশের ওই মহিলার দেহ উদ্ধার হয়। যদিও তাঁর পরিচয় জানা যায় নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন এলাকার হাতিগেড়িয়া থেকে কুলটিকিরি যাওয়ার রাস্তার ধারে বিনন্দপুরে ওই খাল থেকে দুর্গন্ধ বেরোতে থাকে। সেই সময় গ্রামবাসীরা লক্ষ্য করেন একটি বস্তা থেকেই ওই দুর্গন্ধ ছড়াচ্ছে। খবর পেয়ে কেশিয়াড়ি থানার পুলিশ এসে ওই বস্তা খুললে ওই মহিলার দেহ পাওয়া যায়। তাঁর পায়ে ধারালো অস্ত্রের ক্ষত ও মাথায় আঘাত রয়েছে। মৃতার ডান হাতে সবিতা সিংহ কথাটি ও বাঁ-হাতে একটি ত্রিশূল আঁকা ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আশপাশের এলাকার কেউ ওই মহিলাকে খুন করে ওই খালে ফেলে দিয়েছে।

শুরু রাস উৎসব
শুরু হয়েছে রাস উৎসব। মেদিনীপুর- খড়্গপুর, দুই শহরেই উৎসব ঘিরে উৎসাহ- উদ্দীপনা রয়েছে। উৎসব শুরু হয়েছে কেশিয়াড়ি- বেলদাতেও। মেদিনীপুর শহরের মল্লিকচকে রবিবার বিকেল মেলা শুরু হয়েছে। মেলায় ভীড় জমিয়েছে ছোট ছোট ছেলেমেয়েরা। বিভিন্ন দোকান বসেছে। দিন বদলেছে। বদলেছে অনেক কিছুই। তবে, শহরের মল্লিক বাড়ির রাসের ঐতিহ্য আজও অটুট। রাস উৎসব দেখতে শহরের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে ভীড় করেন। সামিল হন উৎসবরের আনন্দে। দিনভর চলে পুজোপাঠ।

জেলা সম্মেলন
কো-অর্ডিনেশন কমিটির ১৭তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল মেদিনীপুরে। শনিবার সম্মেলনের উদ্বোধন হয়। উদ্বোধন করেন কমিটির রাজ্য সহ-সম্পাদক প্রবীর মুখোপাধ্যায়। সব মিলিয়ে ৩২৩ জন প্রতিনিধি সম্মেলনে যোগ দেন। রবিবার ছিল সম্মেলনের শেষ দিন। এ দিন ৫২ জনের নতুন কমিটি গঠিত হয়। জেলা সম্পাদক হিসাবে পুনর্নির্বাচিত হন গঙ্গাধর বর্মণ, সভাপতি হন মণিশঙ্কর গিরি।

শেষ বইমেলা
মেদিনীপুর বই মেলা ও মৈত্রী উৎসব কমিটির উদ্যোগে চলা বইমেলা শেষ হল রবিবার। ৭ নভেম্বর শুরু হওয়া মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুল মাঠের ওই মেলায় সব মিলিয়ে ৯৭টি স্টল ছিল। বেশিরভাগ স্টলই ছিল কলকাতার। গত এগারো দিনে বই মেলায় প্রায় ২৫ লক্ষ টাকার বই বিক্রি হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

গাড়ি চালকদের সম্মেলন
পশ্চিমবঙ্গ সরকারি গাড়ি চালক ও কারিগরি কর্মচারী সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা শাখার ২৪তম দ্বি-বার্ষিক সম্মেলন হল রবিবার। পূর্ত বিভাগের (ভুক্তি-২) সভাকক্ষে ওই সম্মেলনে অনুষ্ঠিত সব মিলিয়ে ৪২ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সংগঠনের রাজ্য সম্পাদক বানেশ্বর দাস ও রাজ্য সভাপতি উপেন চট্টোপাধ্যায়ও এ দিন উপস্থিত ছিলেন। এবার আশিস পালের পরিবর্তে নতুন সম্পাদক হয়েছেন স্বপন চক্রবর্তী। ও বাদলচন্দ্র শীটের পরিবর্তে সভাপতি হয়েছেন বিকাশ নায়েক।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.