|
|
|
|
উৎসবের মেজাজে ভোট দেওয়ার আহ্বান সুব্রতর |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুরে এ বার উৎসবের মেজাজে ভোট হবে বলে অভয় দিলেন তৃণমূলের রাজ্য সভাপতি তথা সাংসদ সুব্রত বক্সী। তাঁর কথায়, “এ বারের নির্বাচনে কোনও লাল-ঝান্ডা না। চোঙ রাঙানি থাকবে না। পঞ্চায়েত মতোই পুর-নির্বাচনেও উৎসবের মেজাজে ভোট হবে।” রবিবার শহরের রাঙামাটি এলাকায় দলীয় প্রার্থীদের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী পথসভায় এই অভয় দেন সুব্রতবাবু।
বস্তুত, পুর-নির্বাচনে অশান্তি হতে পারে বলে কয়েক দিন ধরেই আশঙ্কা প্রকাশ করছে কংগ্রেস, সিপিএমের মতো বিরোধী রাজনৈতিক দলগুলি। তাদের আশঙ্কা, বহিরাগতদের শহরে এনে অশান্তি তৈরি করতে পারে তৃণমূল। এমনটা হলে কংগ্রেস চুপ করে বসে থাকবে না মেদিনীপুরে এসে তা স্পষ্ট করে দেন দলের প্রদেশ সভাপতি প্রদীপ ভট্টাচার্য। দলীয় কর্মিসভায় তিনি জানান, “নির্বাচন নিরপেক্ষ করতেই হবে।” |
|
মেদিনীপুরের রাঙামাটি এলাকায় তৃণমূলের পথসভা। ছবি: রামপ্রসাদ সাউ। |
রবিবার সন্ধ্যা থেকে মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় পথসভা করে তৃণমূল। কোনও সভায় ছিলেন দলের রাজ্য সভাপতি। কোনও সভায় ছিলেন মন্ত্রী বেচারাম মান্না প্রমুখ। পাশাপাশি ছিলেন দলের জেলা চেয়ারম্যান তথা বিধায়ক মৃগেন মাইতি, তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায়, দলের শহর সভাপতি সুকুমার পড়্যা প্রমুখ। পথসভায় সুব্রতবাবু বলেন, “এ বারের নির্বাচন নিছক পুর-প্রতিনিধি বাছাই করার নির্বাচন নয়। মেদিনীপুরের মানুষের আশীর্বাদের মধ্য দিয়ে আগামী দিনে লোকসভার বদল হবে।”
অন্য দিকে, শহরের শরৎপল্লি এলাকায় এক নির্বাচনী পথসভায় মন্ত্রী বেচারাম মান্না কংগ্রেস-সিপিএমের আঁতাত হয়েছে বলে অভিযোগ তোলেন। তাঁর কথায়, “কংগ্রেসকে ভোট দিয়ে সিপিএমের হাত শক্ত করবেন না। ওরা ডুবতে বসেছে। তাই দু’জন দু’জনকে আঁকড়ে ধরেছে।” সভা থেকে সকাল সকাল ‘জোড়া ফুল’ চিহ্ণে ভোট দেওয়ার আবেদন জানান মন্ত্রী। |
|
|
|
|
|