|
জেলার সদর শহরে পুর-পরিষেবার হাল ঠিক কী? পানীয় জল নিয়মিত মেলে? রাস্তার দশাই বা কেমন?
পুরভোটের আগে তারই ওয়ার্ড ভিত্তিক খতিয়ান। সঙ্গে অন্যতম প্রধান ভোটপ্রার্থীদের এক ঝলক। |
|
হামালপাড়ায় বেহাল রাস্তা। |
পানীয় জল |
ভগবতীপল্লি, কবরডাঙা, হামাল পাড়াতে সর্বত্র জলের পাইপ লাইন নেই। অনেক জায়গায় জল সরবরাহও অনিয়মিত। |
নিকাশি |
কবরডাঙা, হামালপাড়ার অধিকাংশ জায়গায় নিকাশি নালা নেই। সামান্য বৃষ্টিতেই কাঁচা নালা উপচে রাস্তায় জল জমে যায়। |
রাস্তাঘাট |
দাসপাড়া, হামালপাড়া, কবরডাঙা-সহ বিভিন্ন এলাকায় রাস্তার অবস্থা বেহাল। এখনও সর্বত্র পাকা রাস্তা হয় নি। |
জঞ্জাল সাফাই |
সর্বত্র ভ্যাট নেই। নিয়মিত জঞ্জাল সাফাইয়েও গাফিলতির অভিযোগ রয়েছে। |
পথবাতি |
অনেক রাস্তায় পথবাতি নেই। পথবাতি খারাপ হলেও সারাতে দেরি হওয়ার অভিযোগ রয়েছে। |
|
|
পূর্ণিমা পড়িয়া।
তৃণমূল |
মাধবী মাইতি
কংগ্রেস |
নন্দিতা কর
সিপিএম |
|
|
|
স্বামী সত্য পড়িয়া তৃণমূল
নেতা। পুরভোটের ময়দানে
এবারই প্রথম। গৃহবধূ। |
এক সময় মহিলা কংগ্রেসের
সক্রিয় কর্মী ছিলেন। গতবার
ভোটে পরাজিত হন। |
বই ব্যবসায়ী। তিনি সিপিএম
সমর্থক হিসেবেই পরিচিত।
পুরভোটের লড়াইয়ে প্রথমবার। |
|
১৬ নভেম্বর এই বিভাগে মেদিনীপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর নাম ভুলবশত
পূর্ণিমা পড়িয়া ছাপা হয়েছে। তিনি ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী। ২৪ নম্বর ওয়ার্ডের
তৃণমূল প্রার্থী হলেন কৌস্তভ বসু। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। |
|