|
|
|
|
টুকি সরকারের দু’বছর পূর্তিতে অরুণাচলকে সাহায্যের প্রতিশ্রুতি
রাজীবাক্ষ রক্ষিত • ইটানগর |
অরুণাচলে একটি নার্সিং কলেজ ও গ্যাসভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী বীরাপ্পা মইলি। একই সঙ্গে অরুণাচলের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক ও উত্তর-পূর্ব বিকাশ মন্ত্রকের তরফে বিস্তর অর্থ সাহায্যের প্রতিশ্রুতি পেলেন মুখ্যমন্ত্রী নাবাম টুকি।
কাল মুখ্যমন্ত্রী পদে টুকির দু’বছর পূর্তি উপলক্ষে ইটানগরের ইন্দিরা গাঁধী উদ্যানে চাঁদের হাট বসে। মঞ্চে মইলি ছাড়াও হাজির ছিলেন কেন্দ্রীয় উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রী পবন সিংহ ঘাটোয়ার, উপজাতি উন্নয়ন প্রতিমন্ত্রী রানি নরহ্, সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী নিনং এরিং, সাংসদ টাকাম সঞ্জয়, মুকুট মিথি এবং আরুণাচলের ভারপ্রাপ্ত এআইসিসি সম্পাদক জয়কুমার।
কংগ্রেস সরকারের গত ৪ বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী নাবাম টুকি। রাজ্যের ১০৫ জন ছাত্রছাত্রী ‘মুখ্যমন্ত্রী প্রতিভা অণ্বেষণ’ প্রকল্পে ল্যাপটপ ও নগদ অর্থ পুরস্কার পেলেন। টুকি জানান, এ বার থেকে মাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর পেলেই রাজ্যের ছাত্রছাত্রীদের ল্যাপটপ দেওয়া হবে। এ ছাড়াও কৃষি, উদ্যান বিভাগ, সংস্কৃতি বিভাগ ও পর্যটন বিভাগের তরফে কৃষক ও বেকার যুবকদের মধ্যে পাওয়ার টিলার, ট্রাক্টর, পর্যটনের গাড়ি বিলি করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পর্যটন বিকাশ যোজনা, বস্ত্র বয়ন যোজনা, মৎসচাষীদের জন্য বিজ্ঞানসম্মত জাল বিলি প্রকল্পেরও সূচনা করা হয়।
রানি বলেন, “পর্যটন পরিকাঠামোর পূর্ণ বিকাশ হলে ভারতবাসী অরুণাচলেই সুইজারল্যান্ডের শোভা উপভোগ করতে পারবেন। অসম-অরুণাচলকে সীমানা সংক্রান্ত বিবাদের মীমাংসা করে হাতে হাত মিলিয়ে একে অন্যের উন্নয়নের শরিক হতে হবে। মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের দেখতে হবে, ঘোষিত প্রকল্পগুলির সুবিধা যেন গ্রামের তৃণমূল স্তর অবধি পৌঁছয়।” ঘাটোয়ার জানান, অরুণাচলের এক অংশ থেকে অন্য অংশে যেতে হলে অসম হয়ে যাওয়া ছাড়া উপায় নেই। কিন্তু ১১০০০ কিলোমিটারের ট্রান্স অরুণাচল হাইওয়ের কাজ অনেকদূর এগিয়েছে। দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অরুণাচলের জন্য কেন্দ্র ১১,১৭৫ কোটি টাকা বরাদ্দ করেছে। যা গত পরিকল্পনার থেকে ৪১ শতাংশ বেশি। রাজ্যে ১৮৩টি কেন্দ্রীয় প্রকল্পে সবুজ সংকেত মিলেছে। ২১১৬ কোটি টাকার কাজ চলছে। উত্তর-পূর্ব বিকাশ মন্ত্রকের মতে এটাও পর্র্যাপ্ত নয়। মুখ্যমন্ত্রী যা সাহায্য চাইবেন, তাই পাবেন। |
|
|
|
|
|