লাল ফিতের ফাঁস এড়িয়ে দ্রুত প্রকল্প রূপায়ণের জন্য বিশেষ টাস্ক ফোর্স তৈরির কথা সম্প্রতি সিআইআইয়ের মঞ্চ থেকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। এ বার সেই টাস্ক ফোর্স যাতে সত্যিই তাড়াতাড়ি প্রকল্প অনুমোদন করতে পারে, সে জন্য উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। যেন প্রশাসনিক দীর্ঘসূত্রিতার অভিযোগে লগ্নি হাতছাড়া না-হয়।
রবিবার হাওড়ায় বেসরকারি শিল্পতালুক সৃজন ইন্ডাস্ট্রিয়াল লজিস্টিক পার্কের শিলান্যাস অনুষ্ঠানে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, সব ঠিকঠাক থাকলে, প্রস্তাব দেওয়ার ২১ দিনের মধ্যেই ছাড়পত্র পাবে প্রকল্প। ভবিষ্যতে সেই সময়সীমা আরও কমানোর পরিকল্পনা রয়েছে।
শিল্পমন্ত্রী বলেন, “সময়ের কারণে যাতে ব্যবসা মার না-খায়, সে জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। না-হলে লগ্নির বাস ‘মিস’ হয়ে যাবে।” তাঁর দাবি, আগে রাজ্যে ব্যবসা শুরু করতে বছর গড়ালেও এখন তা কমে হয়েছে ৪৫ দিন। এ বার তা প্রথমে ২১ দিনে এবং পরে তা আরও কমাতে চান তাঁরা। এ জন্য টাস্ক ফোর্সের সংশ্লিষ্ট সব দফতরের প্রতিনিধি প্রকল্প যাচাই করে দ্রুত ছাড়পত্র দেবেন।
তবে ফেলে না-রেখে প্রকল্প দ্রুত রূপায়ণের দায় যে শিল্পেরও, তা-ও মনে করিয়ে দিয়েছেন শিল্পমন্ত্রী। তাঁর কথায়, “অনেক সময় জমি পেতে যত তৎপরতা থাকে, পরে আর তা দেখা যায় না। বিশেষত বড় লগ্নিকারীদের ক্ষেত্রে।” এই সূত্রে সৃজন পার্কের নির্মাতা সংস্থাকেও নির্দিষ্ট সময়ে প্রকল্প শেষ করতে বলেন তিনি। বলেন, “প্রকল্প শেষের সময়সীমা দেখব।” উল্লেখ্য, ২৪ একরে তালুকটির পরিকাঠামো গড়তে প্রাথমিক ভাবে ৬২৫ কোটি টাকা খরচ করবে সংস্থাটি। পরে বিভিন্ন ক্ষেত্রে লগ্নি হবে আরও ২০০০ কোটি টাকা। |