বিদেশি মালিকানার পথে অ্যাক্সিস ব্যাঙ্ক
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
অ্যাক্সিস ব্যাঙ্কে বিদেশি অংশীদারি ৪৯% থেকে বাড়িয়ে ৬২% করতে সম্প্রতি অনুমতি দিয়েছে বিদেশি লগ্নি উন্নয়ন পর্ষদ। যা কার্যকর হলে ব্যাঙ্কটি বিদেশি ব্যাঙ্ক হিসেবে পরিচিত হবে ও এতে আসবে প্রায় ৬,২০০ কোটি টাকার নতুন লগ্নি। পাশাপাশি, এখন থেকে প্রত্যক্ষ বিদেশি লগ্নি নীতির আওতায় পড়বে ব্যাঙ্কের ৭ শাখা সংস্থায় যে কোনও নয়া বিনিয়োগ। এ দিকে, ভারতে ব্যবসা করতে এখনই নিজেদের শাখা সংস্থায় পরিণত করার কথা ভাবছে না এইচএসবিসি ইন্ডিয়া।
|
কেজি বেসিনে গ্যাস উৎপাদন বাড়াতে জল ও বালিতে বন্ধ হওয়া কূপ সংস্কার করবে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ। অবশ্য সংসদীয় কমিটির মতে উৎপাদন কমার দায় নিতে হবে সংস্থাকে। তাদের বিরুদ্ধে ব্যবস্থারও সুপারিশ করেছে তারা। |