গ্রামে জয়েন্ট এন্ট্রান্সের কেন্দ্র |
জেলার গ্রামীণ এলাকায় জয়েন্ট এন্ট্রান্সের কেন্দ্র হতে চলেছে এ বার। হাটগোবিন্দপুর স্কুলের পদার্থবিদ্যার শিক্ষক সোমনাথ গুপ্তের আবেদনে সাড়া দিয়ে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের রাজ্য চেয়ারম্যান ভাস্কর গুপ্ত ওই স্কুলে কেন্দ্র করার ব্যবস্থাও করে ফেলেছেন। স্কুলকে চিঠি দিয়ে এ কথা জানিয়েও দিয়েছেন বোর্ডের সদস্য সচিব কুমারদেব বন্দ্যোপাধ্যায়। সোমনাথবাবু বলেন, “প্রতি বছরই বর্ধমানের নানা গ্রাম থেকে ছেলেমেয়েরা শহরে এসে পরীক্ষা দেয়। সেন্টার খোঁজা থেকে শুরু করে পরীক্ষায় বসা পর্যন্ত নানা সমস্যায় পড়তে হয় তাঁদের। ওই ছেলেমেয়েদের কথা ভেবেই কুচুটে আয়োজিত একটি বিজ্ঞানের সেমিনারে ভাস্করবাবুকে স্কুলে কেন্দ্র করার বিষয়টি অনুরোধ করেছিলাম।” আগামী ১৯, ২০ এপ্রিল মেমারি ১ ও ২, বর্ধমান ১ ও মন্তেশ্বর ব্লকের ৪০টি স্কুলের তিনশোরও বেশি ছাত্রছাত্রী হাটগোবিন্দপুর স্কুলে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেবে বলে জানান তিনি।
|
রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। তাঁর নাম অচিন্ত্যকুমার কেশ (৪৪)। ভাতার থানার বলগনার বাসিন্দা তিনি। পুলিশ জানায়, শনিবার গুসকরা-সিউড়ি রোডের বলগনা মোড়ে বিকেল ৩টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। অচিন্ত্যবাবুকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা জানান, তাঁর মৃত্যু হয়েছে। |