নতুন রুটে চালু হওয়া অটো বন্ধ করার দাবিতে বিক্ষোভ দেখালেন রিকশা চালকদের একাংশ। রবিবার থেকে কালনা নতুন বাসস্ট্যান্ড থেকে খেয়াঘাট পর্যন্ত রুটে একটি অটো চালু হয়। রিকশা চালকদের দাবি, এই নতুন রুট চালু হওয়ার ফলে তাঁদের রোজগার বন্ধ হয়ে যাবে। বিক্ষোভকারীরা এ দিন স্থানীয় খেয়াঘাট মোড় থেকে মিছিল করে শহরের লালবাগান পাড়ায় পৌঁছায়। সেখানে স্থানীয় বিধায়ক তথা কালনা পুরসভার চেয়ারম্যান বিশ্বজিৎ কুণ্ডুর বাড়ির সামনেও বিক্ষোভ দেখান তাঁরা। বেলা দশটা নাগাদ তাঁরা চলে আসেন স্থানীয় বৈদ্যপুর মোড়ে। সেখানে এসটিকেকে রোডে অবরোধ শুরু করেন তাঁরা। প্রায় আধঘণ্টা অবরোধ চলার পুলিশ এসে অবরোধ তুলে দেয়। |
অবরোধ ওঠার পর সেখানে এসে উপস্থিত হন আইএনটিটিইউসি নেতারা। তার পর বেলা এগারোটা নাগাদ কালনা থানায় গিয়ে ফের বিক্ষোভ শুরু করেন রিকশা চালকেরা। পরে পুলিশের হস্তক্ষেপে সেই বিক্ষোভ উঠে যায়। পুলিশ রিকশা চালকদের জানিয়ে দেয়, এ বিষয়ে পুলিশের কিছু করার নেই। এর পরেও থানার সামনে বহু রিকশা চালক জড়ো হলে পুলিশ বিক্ষোভকারীদের সতর্ক করে দেয়। স্থানীয় আইএনটিটিইউসি নেতা অঞ্জন চট্টোপাধ্যায় বলেন, “সোমবার মহকুমাশাসকের দফতরে বিক্ষোভকারীরা স্মারকলিপি দেবেন।” কালনা পুরসভার চেয়ারম্যান ও বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু বলেন, “পুরসভা থেকে অটো চালানোর কোনও অনুমতি দেওয়া হয়নি। পুরসভার তরফে মহকুমাশাসক, জেলাশাসক ও পরিবহণ আধিকারিককে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে অটো নিয়ে কোনও ঝামেলা হলে পুরসভা দায়ী থাকবে না।” ওই রুটের অটোচালক সঞ্জয় বৈরাগ্য বলেন,“আমি সরকারের থেকে অনুমতি নিয়ে অটো চালাচ্ছি। তা সত্ত্বেও বাধা এলে সেটা হবে দুর্ভাগ্যর।” এ দিন রবিবার হওয়ায় জেলা পরিবহণ দফতরের সঙ্গে যোগাযোগ করা যায়নি। |