বেহাল রাস্তা সারানোর দাবি |
দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল অবস্থা দুর্গাপুরের সিটি সেন্টারের অন্যতম প্রধান রাস্তা ক্ষুদিরাম সরণির। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তাটি রিকল পার্ক থেকে ডিভিসি মোড়ে গিয়ে জাতীয় সড়কে মিশেছে। শহরের যানবাহন ছাড়াও ওই রাস্তায় আসালসোল থেকে কলকাতাগামী দুরপাল্লার বাস যাতায়াত করে। সম্প্রতি এনআরজি পার্কের সামনে ওই রাস্তার খন্দে পড়ে একটি যাত্রীবাহী বাসের পিছনের চাকা খুলে গিয়ে বেশ কয়েকজন যাত্রী জখম হয়েছিলেন। শহরবাসীর দাবি অবিলম্বে সংস্কার হোক ওই রাস্তা। না হলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, রাস্তা সংস্কারের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। মেয়র পারিষদ (পূর্ত) প্রভাত চট্টোপাধ্যায় জানিয়েছেন, আসানসোল-দুর্গাপুর উন্নয়ণ পর্ষদ কাজটি করবে। বাজেট ধরা হয়েছে প্রায় সাড়ে ১৬ লক্ষ টাকা।
|
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা-সহ নানা ক্ষেত্রে কৃতীদের সংবর্ধনা দিল রানিগঞ্জ থানা কমিটি। রবিবার থানা চত্বরে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন আসানসোলের মহকুমাশাসক অমিতাভ দাস। রানিগঞ্জের দুই আবৃত্তিকার, ১২ জন চার্টার্ড অ্যাকাউনট্যান্ট, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কৃতী ২৬ জনকে সংবর্ধনা দেওয়া হয়। ছিলেন পুলিশ কমিশনারেটের এসিপি (সেন্ট্রাল) শৌভনিক মুখোপাধ্যায়, টিডিবি কলেজের অধ্যক্ষ নেপঙ্কর হাজরা এবং আসানসোল রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী সুখানন্দ।
|
পরিস্রুত পানীয় জল সরবরাহের জন্য একটি জল প্রকল্পের শিলান্যাস করলেন কুনস্তরিয়া এরিয়ার জিএম অখিলেশ পাণ্ডে। রবিবার কুনস্তরিয়া এরিয়ার পরাশিয়া কোলিয়ারি এলাকায় ওই প্রকল্পের শিলান্যাস হয়। প্রকল্পটির বরাদ্দ ২০ লক্ষ টাকা। প্রকল্পের পরিস্রুত জল কোলিয়ারি কর্মী আবাসনে সরবরাহ করা হবে জানিয়েছেন জিএম। |