বর্ধমান ফিজিক্যাল কালচারাল সেন্টার ও নেহরু যুব কেন্দ্র পরিচালিত ফুটবল প্রতিযোগিতায় খেতাব জিতল আদিবাসী অঙ্গীকার সঙ্ঘ। ফাইনালে তারা বটতলা ডট কমকে ৪-০ গোলে হারায়। প্রতিযোগিতার সেরা হয়েছেন বিশ্বজিৎ মান্ডি। এর সঙ্গেই এলাকাভিত্তিক অ্যাথলেটিক প্রতিযোগিতার আয়োজন ছিল। সফলদের পুরস্কার দেন কেন্দ্রের যুব আধিকারিক গৌতম সেন।
|
কলকাতার বড়িশা স্পোর্টিং ক্লাবে আয়োজিত আন্তঃ জেলা অনূর্ধ্ব ১৭ স্কুল বাস্কেটবল প্রতিযোগিতায় ছেলে ও মেয়েদের দু’টি বিভাগেই রানার্স হয়েছে বর্ধমান। ছেলেদের বিভাগে বর্ধমান, উত্তর কলকাতা, বীরভূম ও মুর্শিদাবাদকে হারিয়ে ফাইনালে উঠেছিল। কিন্তু ফাইনালে দক্ষিণ কলকাতার কাছে ৬৭-৭৭ পয়েন্টে তারা হেরে যায়। মেয়েরা মুর্শিদাবাদ ও উত্তর কলকাতাকে হারিয়ে ফাইনালে উঠলেও দক্ষিণ কলকাতার কাছে ৪৫-৪৯ পয়েন্টে হারে। এই প্রতিযোগিতায় ১৬টি দল যোগ দিয়েছিল।
|
রবিবার মহকুমা ফুটবল লিগে জয়ী হল ইয়ংবেঙ্গল ক্লাব। অঘোরনাথ পার্কে আয়োজিত এ দিনের খেলায় তারা রেয়ার ঝর্ণা ক্লাবকে ৪-০ গোলে হারিয়ে দিয়েছে। খেলার দুই অর্ধে দুটি গোল হয়।
|
কেরারডিহি আদিবাসী কল্যাণ সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বেলডাঙা আদিবাসী সঙ্ঘ। তারা ফাইনালে রামজীবনপুর আদিবাসী ক্লাবকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায়। নির্ধারিত সময়ের খেলায় কোনও গোল হয়নি।
|
বীজপুর উদয় সঙ্ঘ আয়োজিত হীরালাল স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল নর্থ সিহারসোল এসএস ক্লাব। ফাইনালে তারা আয়োজক সংস্থাকে ২-০ গোলে হারায়। পুরস্কার বিতরণ করেন কুনস্তরিয়া এরিয়ার জিএম অখিলেশ পাণ্ডে।
|