টুকরো খবর
বেশি দামে আলু বিক্রির অভিযোগে বিক্ষোভ
সরকার নির্ধারিত দামের থেকে বেশি দামে আলু বিক্রির অভিযোগ তুলে শনিবার শামুকতলা বাজারে বিক্ষোভ দেখাল তৃণমূল যুব কংগ্রেস। শনিবার সকালে বাজারে এই বিক্ষোভে এলাকার সাধারণ বাসিন্দাদের একাংশও সামিল হন। তাঁদেরও অভিযোগ, সরকারি দরের থেকে অন্তত ৫টাকা বেশি দরে বাজারে আলু বিক্রি চলছে। বাজারের ব্যবসায়ীদের ঘেরাও করে বিক্ষোভ শুরু হতেই শামুকতলা থানার পুলিশ এসে বৈঠকের কথা জানায়। এর পরে বিক্ষোভকারীরা শান্ত হন। বাজারের আলু ব্যবসায়ী সংগঠনের পক্ষে নারায়ণ পাল বলেন, “বেশি দামে আলু কিনে কম দামে কী ভাবে বিক্রি করব? সরকারি দরে আলু বিক্রি করতে হলে প্রশাসনের সাহায্য চাই।” যদিও তৃণমূল নেতা প্রণব ঘোষ বলেন, “রাজ্যের অন্য এলাকায় সরকারি দামে আলু বিক্রি হলেও শামুকতলায় সেই সুযোগ মিলছে না। এটা কোনও ভাবেই মানা যাবে না।” শামুকতলা থানার ওসি দীপঙ্কর সাহা অবশ্য বলেন, “ব্যবসায়ী-সহ সব রাজনৈতিক দল এবং বাসিন্দাদের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে সমস্যার সমাধান করা হবে।”

মজুরির দাবি
তল্লাশির নামে পুলিশের একাংশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন ব্যবসায়ীরা। শনিবার সকালে বক্সিরহাট বাজার লাগোয়া এলাকায় কোচবিহারগামী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। বক্সিরহাট জুড়ে অনির্দিষ্টকালের জন্য ব্যবসা বনধের ডাক দিয়ে মাইকে প্রচারও করা হয়। ফলে দুপুর পর্যন্ত এলাকার বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল। ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, সরকারি নির্দেশিকা মেনে তল্লাশি চালানোর নামে বেশ কিছু নিরীহ ব্যবসায়ীদের হেনস্থার মুখে পড়তে হচ্ছে।

পাহাড় নিয়ে বৈঠকে বসছে মোর্চা-রাজ্য
দার্জিলিং পাহাড়ের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে রাজ্য সরকারের দ্বিপাক্ষিক বৈঠক বসছে ২০ নভেম্বর। পরের দিন, ২১ নভেম্বর কেন্দ্র-রাজ্য-মোর্চার মধ্যে হবে ত্রিপক্ষ বৈঠক। শনিবার সরকারি সূত্রে এই খবর জাাননো হয়েছে। পাহাড়ের উন্নয়ন ও প্রশাসনিক কাজকর্ম চালানোর জন্য গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) গঠনের পর থেকেই বিভিন্ন দফতর হস্তান্তর নিয়ে রাজ্যের বিরুদ্ধে ঢিলেমির অভিযোগ করে এসেছে মোর্চা। রাজ্য প্রশাসনের এক কর্তা জানান, বিভিন্ন বিষয়ে রাজ্যের সঙ্গে মোর্চার যে ব্যবধান তৈরি হয়েছিল, সম্প্রতি মুখ্যমন্ত্রীর পাহাড় সফরের পর তা অনেকটাই দূর হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে গোর্খা ভবনে দ্বিপাক্ষিক বৈঠকে বসছে রাজ্য। ওই বৈঠকে যোগ দিতে আসছেন রোশন গিরি, হরকাবাহাদূর ছেত্রী-সহ পাহাড়ের নেতারা। রাজ্যের পক্ষে থাকবেন মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব। স্বরাষ্ট্র দফতর সূত্রের খবর, পরের দিন ত্রিপাক্ষিক বৈঠকে। মোর্চা ও রাজ্যের প্রতিনিধি ছাড়াও থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রকের এক অতিরিক্ত সচিব। হরকাবাহাদুর বলেন, “ত্রিপাক্ষিক বৈঠকের থেকেও রাজ্যের সঙ্গে বৈঠকটিকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। সেখানেই আমাদের বক্তব্য স্পষ্ট করে বলা হবে।” রাজ্য প্রশাসনের এক কর্তা জানান, জিটিএ গঠনের পর থেকে কার্যত কোনও পর্যালোচনা বৈঠক হয়নি। বেশ কিছুদিন ধরেই মোর্চা নেতারা তাঁদের দাবি-দাওয়া নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক চাইছিলেন। কিন্তু রাজ্য সরকার প্রথম থেকেই জানিয়ে দিয়েছিল, তাদের সঙ্গে কথা বলার পরেই ত্রিপাক্ষিক বৈঠক হবে। মুখ্যমন্ত্রীও সেই রকমই চেয়েছিলেন। সেই মতোই বৈঠকের সূচি ঠিক করা হয়েছে।

পুরনো খবর:

জুয়া খেলে ধৃত
তৃণমূলের প্রাক্তন এক কাউন্সিলরের চালের গুদামে বসে জুয়া খেলার অভিযোগে ব্লক যুব কল্যাণ আধিকারিক-সহ ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ধৃত মাথাভাঙা ১ ব্লকের ওই আধিকারিকের নাম মৃণালকান্তি রায়। ধৃতদের মধ্যে এক রেশন ডিলার-সহ ৫ ব্যবসায়ী আছেন। পুলিশ সুপার অনুপ জায়সবাল বলেন, ‘গুদাম মালিকও জড়িত কি না দেখা হবে।’





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.