ভিআইপি রোডের ধারে ‘রুদ্ধ’ নয়ানজুলি ঢেলে সাজতে উদ্যোগী হল রাজ্য। শনিবার, বাঙুরে নয়ানজুলি সৌন্দর্যায়ন ও সংরক্ষণ প্রকল্পের শিলান্যাস করে পূর্তমন্ত্রী সুর্দশন ঘোষ দস্তিদার জানান, শুধু এই নয়ানজুলিই নয়, রাজ্যের বিভিন্ন জলাশয় সংরক্ষণে উদ্যোগী সরকার। এই প্রকল্প দিয়ে তার সূচনা হল। ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, বিধায়ক সুজিত বসু প্রমুখ। বাঙুর-দমদম পার্ক এলাকার নয়ানজুলি রক্ষার দাবি দীর্ঘ দিনের। সূত্রের খবর, প্রায় সাত কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প হাতে নিয়েছে পূর্ত দফতর। সাহায্য করবে পরিবেশ দফতরও। সংস্কার প্রকল্প অনুযায়ী হচ্ছে নয়ানজুলির দু’ধারে বসার জায়গা, তিনটি দ্বীপ। থাকবে বিভিন্ন গাছ। |