প্রথমে পেঁয়াজ নিয়ে হাহাকার। তার পর আলু। এখন নুন নিয়ে রটনা। রোটেশন পদ্ধতিতে সাধারণ গেরস্থকে র্যাগিং করছে খাবার জিনিসেরা। অত্যাচার থেকে বাঁচার পদ্ধতি: সারা দিন স্রেফ পাঁঠাসেদ্ধ খান। পুষ্টি কাম তুষ্টি গ্যারান্টি। অন্য কিচ্ছু কিনতে হচ্ছে না, খরচাও অতটা গায়ে লাগবে না। সবচেয়ে বড়: পাঁঠাকে হিমঘরে পুরে কৃত্রিম আকাল তৈরি অসম্ভব। দোকানদার যেই বদমাইশি করে বলবে ‘কোত্থাও পাঁঠা মিলছে না দাদা’, তক্ষুনি রাস্তায় আঙুল দেখিয়ে বলুন, ‘ওই তো যাচ্ছে!’ |