দুই বাংলার শিল্পীদের নিয়ে শুরু হল ‘আর্ট-ক্যাম্প’। শনিবার বেকবাগানে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন দফতরে এই শিবিরের সূচনা করেন বাংলাদেশের নামী চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী। ডেপুটি হাইকমিশনার আবিদা ইসলাম বলেন, বেঙ্গল ফাউন্ডেশনের সহযোগিতায় তাঁদের এই উদ্যোগের লক্ষ্য পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের শিল্পীদের মধ্যে সম্প্রীতির বাঁধন গড়ে তোলা। বাংলাদেশ থেকে কাইয়ুম চৌধুরী ছাড়া এসেছেন রফিকুন্নবী, মনিরুল ইসলাম, কালিদাস কর্মকার, ফরিদা জামান এবং তাহের চৌধুরী। এ বাংলা থেকে রয়েছেন সুনীল দাস, ধীরাজ চৌধুরী, শেখর রায়, চন্দনা হোড়েরা। ক্যাম্পটি চলবে সোমবার পর্যন্ত।
|
বাসের ধাক্কায় জখম হলেন অটোরিকশার চালক-সহ পাঁচ সওয়ারি। শনিবার বিকেলে, ঠাকুরপুকুর বাজারের কাছে। পুলিশ জানায়, আহতদের মধ্যে দু’জন মহিলা। পুলিশ সূত্রের খবর, ১২সি/১এ রুটের বেসরকারি একটি বাস ঠাকুরপুকুর বাজারের দিক থেকে ৩এ বাসস্টপের দিকে যাওয়ার সময়ে উল্টো দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারাই আহতদের প্রথমে একটি নার্সিংহোমে নিয়ে যান। পরে ঠাকুরপুকুর থানার পুলিশ তাঁদের এসএসকেএমে ভর্তি করে। বাসচালক পলাতক। তার খোঁজ চলছে।
|
আচমকা আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল একটি ছোট ট্রাক। শনিবার, দ্বিতীয় হুগলি সেতুতে। দমকলের দু’টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল জানিয়েছে, শর্ট সার্কিট থেকেই ওই গাড়িটিতে আগুন লাগে। তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই। প্রসঙ্গত কিছু দিন আগেই ফোরশোর রোডে এ ভাবেই আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় একটি প্রাইভেট গাড়ি। |