প্রদীপ তা খুনে অভিযুক্তের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বন্ধুর শেষকৃত্য সেরে হেঁটে ফেরার পথে ম্যাটাডোরের ধাক্কায় মৃত্যু হয়েছে বর্ধমানের সিপিএম নেতা প্রদীপ তা খুনে অভিযুক্তদের অন্যতম মন্টু ঘোষের (৪৫)। আর এক অভিযুক্ত অরুণ ভট্টাচার্য শনিবার বর্ধমান সিজেএম আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার রাতে দেওয়ানদিঘির কাছে পালিতপুর মোড়ে বর্ধমান-কাটোয়া রাস্তায়। মন্টুবাবু পেশায় শ্রমিক, বাড়ি স্থানীয় মির্জাপুরে। তিনি তৃণমূল কর্মী বলেই পরিচিত ছিলেন। তৃণমূলের অভিযোগ, সিপিএমের ষড়যন্ত্রেই একটি নম্বরবিহীন ম্যাটোডোর তাঁকে ধাক্কা মারে। সিপিএমের পাল্টা বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্যেই নিছক দুর্ঘটনাকে খুন বলে চালানোর চেষ্টা হচ্ছে। গাড়িটি আটক হলেও চালক পলাতক। |
রুদ্ধ জাতীয় সড়ক
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে ঘণ্টাখানেক ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ জামুড়িয়ার সাতগ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম ধীরেন রুইদাস (৪০)। সাতগ্রামের বাসিন্দা ধীরেনবাবু সাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় তাঁর। এলাকায় ট্রাফিক ব্যবস্থা ঠিক নেই, এই অভিযোগে পথ অবরোধ করেন স্থানীয়রা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। |
|
শুরু হল ‘কার্তিক লড়াই’। কাটোয়ায় এই নামেই পরিচিত কার্তিক পুজো।
কাটোয়ার সার্কাস ময়দানে ছবিটি তুলেছেন অসিত বন্দ্যোপাধ্যায়।
|
বর্ধমানের জামুড়িয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে ২ নম্বর
জাতীয় সড়ক অবরোধ স্থানীয় লোকজনের। ছবি: ওমপ্রকাশ সিংহ। |
|
|