পঞ্চম শ্রেণির ছাত্র রাহুল হোসেনকে অপহরণের অভিযোগে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে মাথাভাঙা থানার পুলিশ। যদিও পঞ্চম শ্রেণির ওই ছাত্রকে উদ্ধার করতে পারেনি পুলিশ। পুলিশ সূত্রের খবর, ধৃতকে মাথাভাঙায় নিয়ে আসা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের আরেকটি দল ফের ক্যানিঙয়ের দিকে রওনা হয়েছে। পুলিশের দাবি, যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে সেই ২৫ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে রাহুলের বাড়িতে ফোন করেছিল। মাথাভাঙার এসডিপিও গণেশ বিশ্বাস বলেন, “একজনকে গ্রেফতার করা হয়েছে। ওই ছাত্রের খোঁজে তল্লাশি চলছে।” রাহুলের বাবা সুলতান হোসেন বলেন, “আমরা সাধারণ কৃষক। টাকার কথা শুনে কি করব বুঝতে পারিনি। সব ভরসা এখন পুলিশের উপরে।”
পুলিশ সূত্রের খবর, মাথাভাঙার শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সুলতানবাবুর ছেলে রাহুল চার মাস আগে কালিকাপুর মাদ্রাসায় পঞ্চম শ্রেণিতে ভর্তি হয়। শিকারপুরের আরও কয়েকজন ছাত্র ওই মাদ্রাসায় পড়াশোনা করে। ঈদের ছুটিতে রাহুল বাড়ি ফেরে। ছুটি কাটিয়ে গত ২৫ অক্টোবর রাহুল-সহ ওই এলাকার ৯ জন ছাত্র একসঙ্গে কালিকাপুর মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়। নিউ কোচবিহার থেকে তারা উত্তরবঙ্গ এক্সপ্রেস চেপে শিয়ালদহ যায়। সেখান থেকে হাসনাবাদ লোকাল ট্রেন চেপে তাদের কালিকাপুর মাদ্রাসায় যাওয়ার কথা। শিয়ালদহ থেকেই দল থেকে আলাদা হয়ে পড়ে রাহুল। আর সবাই মাদ্রাসায় পৌঁছলেও রাহুল যান। তাঁর পরিবারের লোকেরা জানতে পারে, ভুল ট্রেন ধরে সে অন্যত্র চলে গিয়েছে। বিষয়টি তাঁরা মাথাভাঙা থানার পুলিশকে জানায়।
গত শুক্রবার একটি মোবাইল থেকে রাহুলের মায়ের নম্বরে ফোন করে এক ব্যক্তি ওই ছাত্রকে অপহরণ করা হয়েছে জানিয়ে ২৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। মোবাইলের সূত্র ধরে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে। |