উত্তরবঙ্গে নুন নিয়ে গুজবের মোকাবিলা করতে কড়া পদক্ষেপ করতে শুরু করল প্রশাসন। শুক্রবার সকাল থেকে উত্তরবঙ্গের ছয় জেলায় অভিযান চালিয়ে কালোবাজারি এবং গুজব ছড়ানোর অভিযোগে অন্তত ১০ জন ব্যবসায়ী এবং বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে অন্তত ২৫ জনকে। এ দিনও, চড়া দামে নুন বিক্রির অভিযোগ উঠেছে উত্তরবঙ্গের সর্বত্র। নুনের কালোবাজারি রুখতে সকালে প্রায় দু’ঘণ্টা জাতীয় সড়ক অবরোধের ঘটনাও ঘটেছে ডুয়ার্সের শামুকতলায়। পরে অবশ্য পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়।
বৃহস্পতিবার দিনভর, পুলিশি ধরপাকড়ের সঙ্গে চলে প্রশাসনিক তৎপরতাও। বৃহস্পতিবার রাতেই মহাকরণ থেকে বিভিন্ন জেলা প্রশাসনের কাছে পরিস্থিতি মোকাবিলায় অভিযান চালানো এবং গুজবে কান না দিতে মাইকে ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়। শুক্রবার সকালে শিলিগুড়িতে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব প্রশাসনিক আধিকারিক ও খাদ্য দফতরের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। |
মালদহের জেলাশাসককে ঘিরে কংগ্রেসের বিক্ষোভ। —নিজস্ব চিত্র। |
বৃহস্পতিবার রাত থেকেই গুজবের জেরে উত্তরবঙ্গের সর্বত্রই রাত পর্যন্ত নুন কেনার লম্বা লাইন দেখা যায়। এ দিন সকালে গুজব পৌঁছে যায় দার্জিলিং পাহাড়েও। সকাল সাতটা থেকেই পাহাড়ের তিন মহকুমায় বাসিন্দারা নুন কিনতে দোকানের সামনে লাইন দেন। প্রশাসনের থেকে অভিযান চালিয়ে কালোবাজারির অভিযোগে ফারেনভিলা এলাকার একটি মুদি দোকান বন্ধ করে দেয়। আটক করা হয় ১০ জন ব্যবসায়ীকে।
একই ভাবে অভিযান চলে সমতলেও। শিলিগুড়ির মাটিগাড়া থেকে এক ব্যবসায়ীকে আটক করা হয়। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব এদিন সকালে ঘোগোমালি এলাকায় নুন বিক্রির তদারকি করেন। পরে, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলা প্রশাসনের আধিকারিক, পুলিশ এবং ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন তিনি। ‘মনিটরিং সেল’ তৈরির কথাও জানানো হয়। মন্ত্রী গৌতমবাবু বলেন, “মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন। উত্তরবঙ্গের কোথাও নুনের কোনও সঙ্কট নেই। কিছু অসাধু ব্যবসায়ী গুজব রটাচ্ছেন। এর পিছনে চক্রান্ত, অপপ্রচার যারা করছেন তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা হবে।” |
নুন-গুজব মোকাবিলায় বৈঠকে মন্ত্রী গৌতম দেব। ছবি: বিশ্বরূপ বসাক। |
নুনের কালোবাজারির প্রতিবাদে সকালে প্রায় দু’ঘণ্টা শামুকতলার চৌপথি এলাকায় ৩১ সি জাতীয় সড়ক অবরোধ করেন বাসিন্দারা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে পথে নামলে অবরোধ তুলে নেওয়া হয়। কালোবাজারি করার অভিযোগে শামুকতলা হাট থেকে দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। দুপুরে, ময়নাগুড়ি ঞ্চায়েত সমিতি নুন ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসেন।
বৃহস্পতিবার রাত থেকেই নুন গুজবে উত্তপ্ত ছিল মালদহের চাঁচল এলাকা। চাঁচলের মালতিপুর থেকে রাতে অন্তত ৫০ বস্তা নুনের প্যাকেট চুরি হয়ে যায় বলে অভিযোগ। গুজবের মোকাবিলায় প্রশাসনের থেকে ইংরেজবাজার পুরসভার নেতাজি পুরবাজার ও চিত্তরঞ্জন পুরবাজারে দোকান খুলিয়ে বাসিন্দাদের নুন বিক্রির ব্যবস্থা করেন। কালোবাজারি এবং গুজব ছড়ানোর অভিযোগে জেলার ৫ ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করে। আলু এবং নুনের কালোবাজারি চলার অভিযোগে শুক্রবার সকালে মালদহের সাংসদ মৌসম বেনজির নূরের নেতৃত্বে কংগ্রেস কর্মীরা জেলাশাসকদের দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখান। জেলাশাসক গোদালা কিরণ কুমারকে প্রায় আধঘণ্টা অফিসের বাইরে দাঁড় করিয়ে রাখেন কংগ্রেস কর্মীরা।
বেশি দামে নুন বিক্রির অভিযোগে দক্ষিণ দিনাজপুরের হিলি থেকে ২ জন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাজারেও। কোচবিহারেও জেলা প্রশাসন-পুলিশকে নিয়ে বৈঠক করেন পূর্ত দফতরের পরিসদীয় সচিব রবীন্দ্রনাথ ঘোষ। ভবানীগঞ্জ বাজারে ১০ টি কাউন্টার খুলে নুন বিক্রির ব্যবস্থা করা হয়। মেখলিগঞ্জের ফরওয়ার্ড ব্লক বিধায়ক পরেশ অধিকারীও বিভিন্ন বাজারে গিয়ে নুন বিক্রির ব্যবস্থা করেন।
শুক্রবার রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, হেমতাবাদ ও ইটাহারের বহু দোকানে নুন কেনার হিড়িক পড়ে। কালোবাজারির অভিযোগে হেমতাবাদ থেকে ৫ জন ও ইটাহার থেকে ৩ জন ব্যবসায়ীকে আটক করে পুলিশ। পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়। |