নিত্য বচসায় বন্ধ আলু-পেঁয়াজ বিক্রি
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
সরকারি দরে আলু-পেঁয়াজ বিক্রি নিয়ে ক্রেতার সঙ্গে নিত্য বচসায় শুক্রবার থেকে পুরাতন হাসিমারা বাজারে আলু এবং পেঁয়াজ বিক্রি বন্ধ রেখেছেন খুচরো ব্যবসায়ীরা। শুক্রবার সারা দিন আলু এবং পেঁয়াজ বিক্রি বন্ধ রাখার পরে, আজ শনিবারেও ওই দুই সব্জি বিক্রি বন্ধ থাকবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। এদিন সকালে একাংশ যুবকের সঙ্গে বচসার পরেই ব্যবসায়ীদের ক্ষোভের সূত্রপাত। ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে এসে সরকারি ১৩ টাকা দরে আলু না পেয়ে কিছু যুবক বচসা জুড়ে দিয়ে এক ব্যবসায়ীর থেকে আলু, পেঁয়াজ ফুলকপি নিয়ে পালিয়ে যান। ঘটনার পরেই আলু পেঁয়াজ বিক্রি বন্ধ রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেন ব্যবসায়ীরা। বিডিও চন্দ্রসেন খাতি বলেন, “হাসিমারায় খুচরো ব্যবসায়ীদের সরকারি দরে আলু সরবরাহের ব্যবস্থা নেওয়া হবে।” |
কাজ শুরুর দাবি
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
চার লেনের সড়ক তৈরির কাজ শুরুর দাবি জানিয়ে আন্দোলন হল জলপাইগুড়িতে। শুক্রবার শহর লাগোয়া রানিনগরে রাষ্ট্রীয় প্রকল্পে ইচ্ছুক জমিদাতা কমিটির তরফে দ্রুত পূর্ব পশ্চিম কাজ শুরুর দাবি জানিয়ে বিক্ষোভ দেখানো হয়। কমিটির অভিযোগ, সিংহভাগ বাসিন্দারা জমি দিয়ে দিলেও, কিছু ব্যক্তি বা সংগঠনের বিক্ষোভে কাজ শুরু হচ্ছে না। এদিন হলদিবাড়ি মোড়ে কমিটির তরফে বিক্ষোভ করা হয়। চার লেনের রাস্তা তৈরির জন্য ২০১০ সাল থেকে জমি অধিগ্রহণ শুরু হয়। কাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন কমিটির সদস্যরা। রাস্তা তৈরি হলে এলাকার আর্থ-সামাজিক পরিকাঠামোর উন্নতি হবে। যান চলাতল বাড়লে ব্যাবসা বাণিজ্য বাড়বে। বাসিন্দাদের আয় বাড়বে বলেও কমিটির দাবি। |
খাবারের দাম কমাতে আজির্
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
গুয়াহাটি-দিল্লি রাজধানী এক্সপ্রেস ও শিলিগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেসের খাবারের প্যাকেটে দাম কমাতে আর্জি জানাল এনএফ রেল যাত্রী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। পাশাপাশি খাবারের প্যাকেটে মান নিয়ে অভিযোগ জানান তাঁরা। শুক্রবার তাঁদের দাবি সংবলিত স্মারকলিপি দেন কাটিহার ডিভিশনের ডিভিশনাল ম্যানেজারকে। প্রতিলিপি পাঠানো হয়েছে এনজেপি’র স্টেশন ম্যানেজারকেও। সংগঠনের সম্পাদক দীপক মহান্তি এই প্রসঙ্গে বলেছেন, “আম জনতার কথা মাথায় রেখে এই দাবি জানিয়েছি। সমস্যার সমাধান না হলে উপর মহলে দাবি জানাব।” |