ডাংতলা নিয়ে বিক্ষোভে ব্যবসায়ী সংগঠন, নেতারা
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
ডাংতলা স্টেশনকে আলিপুরদুয়ার ডিভিশন থেকে সরিয়ে নেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখাল বিভিন্ন ব্যবসায়ী সংগঠন। শুক্রবার আলিপুরদুয়ার জংশন ডিআরএম অফিসের সামনে ব্যবসায়ী সংগঠনের বিক্ষোভে সামিল হন সাংসদ মনোহর তিরকে, বিধায়ক দেবপ্রসাদ রায় সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। আলিপুরদুয়ার ডিভিশনকে ছোট করার প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি দেওয়া হয় রেলকর্তার কাছে। উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম বীরেন্দ্র কুমার বলেন, “ব্যবসায়ীদের স্মারকলিপি পেয়েছি। বিষয়টি কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব।” আলিপুদুয়ার ব্যাবসায়ী সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক তুষার ঘোষ বলেন, “আলিপুরদুয়ার ডিভিশনের অধীন ডাংতলা স্টেশনকে রঙিয়া ডিভিশনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে রেলমন্ত্রক। এতে আলিপুরদুয়ার ডিভিশনের কর্মকাণ্ড কমবে। অবিলম্বে রেল আধিকারিকারা কোনও পদক্ষেপ না করলে আমার দিন দশেক পরে রেল অবরোধ শুরু করব।” আশঙ্কা, আগামী দিনে নিউ জলপাইগুড়িতে আলিপুরদুয়ার ডিভিশন সরিয়ে নেওয়া হতে পারে। এদিন রেলের সিদ্ধান্তের প্রতিবাদে আলিপুরদুয়ার জংশন থেকে অসম গেট পর্যন্ত দোকান বাজার বন্ধ রাখেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের ডাকা অবস্থান বিক্ষোভে সাড়া দিয়ে, তৃণমূল, কংগ্রেস, সিপিএম ও আরএসিপর নেতারা আন্দোলনে সামিল হন। আর এস পি নেতা আলিপুরদুয়ারের সাংসদ মনোহর তিরকে বলেন, “সংসদের আগামী অধিবেশনে আলিপুরদুয়ার ডিভিশনকে ছোট কররা চক্রান্তের বিরোধিতা করব।” তৃণমূল নেতা জহর মজুমদার বলেন, “দাবি মানা না হলে অসমে যাতায়াতকারী ট্রেন অবরোধ করব।” বিধায়ক দেবপ্রসাদ রায় বলেন, “আলিপুদুয়ারের স্বার্থে দল নির্বিশেষে আমাদের সোচ্চার হতে হবে।” |