আত্মহত্যায় প্ররোচনায় অভিযুক্তের জামিন খারিজ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বধূ আত্মহত্যায় প্ররোচনার মামলায় মূল অভিযুক্ত সোমেশ ঘোষের জামিনের আবেদন নাকচ করে দিল শিলিগুড়ির অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালত। তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। শিলিগুড়ি থানার পুলিশ তিন দিনের পুলিশি হেফাজতে নিয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। এ দিনই তার মেয়াদ শেষ হয়। পুলিশ সূত্রের খবর সোমেশ ঘোষকে তাঁর বাড়িতে নিয়ে গিয়ে কিছু ছবি ও তথ্যের খোঁজে তল্লাশি চালায় পুলিশ। তাতে বেশ কিছু তথ্য মিলেছে বলেও জানা গিয়েছে। আত্মঘাতী তরুণী তাঁর সুইসাইড নোটে ছবি-সহ কয়েকটি জিনিসের কথা উল্লেখ করেন। মূলত সেগুলির খোঁজেই পুলিশ তাঁর বাড়িতে যায় বলে পুলিশ সূত্রের খবর। অন্য দিকে সোমেশ ঘোষের নর্থ বেঙ্গল আর্ট অ্যাকাডেমির রেজিস্ট্রেশন বাতিলের দাবি তুললেন তরুণীর মা। এই দাবি তুলে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, নারী ও সমাজকল্যাণ মন্ত্রী, শিলিগুড়ির পুলিশ কমিশনার, রাজ্য মানবাধিকার কমিশন সহ মোট ১০ টি জায়গায় দাবি পত্র পাঠান তিনি। প্রসঙ্গত গত ৩০ সেপ্টেম্বর শিলিগুড়ির দেশবন্ধুপাড়ায় বাপের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন এক তরুণী স্কুল শিক্ষিকা। তাঁর ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ। তরুণীর মা ও জামাইবাবুর অভিযোগের ভিত্তিতে পুলিশ আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করে। সোমেশ ঘোষ বহুদিন পলাতক ছিল। পুলিশ তাকে না পেয়ে তার বাবা ও ভাইকে গ্রেফতার করে। সুইসাইড নোটে তাদেরও নাম ছিল। সোমেশ ও তাঁর স্ত্রী গোপনে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করে। তার স্ত্রীর আবেদন মঞ্জুর হলেও সোমেশের আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। তারপরে বাধ্য হয়ে শিলিগুড়ি আদালতে আত্মসমর্পণ করে সে। |