জিএনএলএফ সমর্থক ঠিকাদারকে গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং |
সরকারি গাড়িতে আগুন লাগানোর ষড়যন্ত্রের অভিযোগে শুক্রবার দার্জিলিং থেকে এক জিএনএলএফ সমর্থক এক ঠিকাদারকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সদীপ লামা। পুলিশ জানিয়েছে, গত ৩১ জুলাই সিংমারি পুলিশ চৌকি লাগোয়া এলাকায় একটি সরকারি গাড়ি অগ্নিসংযোগের মূল পরিকল্পনা করেছিলেন তিনি। এদিন তাঁকে দার্জিলিং জেলা আদালতে তোলা হলে তাঁর জামিন নাকচ হয়ে যায়।
পুলিশ সূত্রের খবর, ধৃত সদীপ লামা সম্প্রতি গোর্খা জনমুক্তি মোর্চার ঘনিষ্ট হলেও, তিনি জিএনএলএফের অন্যতম পৃষ্ঠপোষক বলে পরিচিত। দার্জিলিং জেলা আদালতের সরকারি আইনজীবী পঙ্কজ প্রসাদ বলেন, “অগ্নিসংযোগের ষড়যন্ত্রের মত অভিযোগ থাকায় সদীপ লামার জামিনের আবেদন খারিজ হয়েছে।”
গত বৃহস্পতিবারও দার্জিলিং থেকে ধৃত জিএনএলএফের কালিম্পঙের প্রধান আহ্বায়ক মরিস কালিকোটের জামিনের আবেদনও এদিন আদালতে নাকচ হয়ে গিয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাঁর বিরুদ্ধে হুমকি দেওয়া এবং অনুমোদনহীন সভায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। এ দিন তাঁর বিরুদ্ধে জোর করে দলের সিডি বিক্রির অভিযোগেও মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, নির্দিষ্ট অভিযোগ দায়ের হওয়ার পরেই মামলা দায়ের করা হয়েছে।
দলের নেতা-সমর্থকদের গ্রেফতারের প্রতিবাদে কালিম্পঙের সদর মহকুমা শাসকের দফতরে স্মারকলিপি দিয়েছে জিএনএলএফ। সম্প্রতি আরও কয়েকজন জিএনএলএফ নেতাকে গ্রেফতার করা হয়েছে। দলের দার্জিলিং সদর ১ নম্বর কমিটির আহ্বায়ক ইন্দ্রমনি রাই বলেন, “ওই ঠিকাদার আমাদের সমর্থক। মিথ্যে অভিযোগে আমাদের দলের নেতা-কর্মীদের গ্রেফতার করা হয়েছে। ১৭ নভেম্বর দলের তরফে একটি সভা করার কর্মসূচি নেওয়া হলেও, এখনও প্রশাসন অনুমতি দেয়নি। আশাকরছি আমাদের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘিত হবে না।” |