প্রয়াত শিল্পী মান্না দে’র প্রতি শ্রদ্ধা জানাতে গত সোমবার রাতভর রায়গঞ্জে সুদর্শনপুরে আয়োজিত এক অনুষ্ঠানে গান গেয়ে মাতিয়ে দিলেন বলিউডের শিল্পী বিনোদ রাঠোর। এদিন তিনি মান্না দে’র গাওয়া বিভিন্ন বাংলা-হিন্দি গান ছাড়া রবীন্দ্রসঙ্গীত গেয়েও দর্শকদের তাক লাগিয়ে দেন। স্থানীয় এক হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে বহু মানুষ ভিড় করেছিলেন। |
১১ নভেম্বর জাতীয় শিক্ষাদিবস উপলক্ষে আলোচনাসভার আয়োজন করে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ। সে সভায় শিক্ষাক্ষেত্রে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের অবদান সম্পর্কে আলোচনা করেন সভাপতি আনন্দগোপাল ঘোষ। ছিলেন অনিতা বাগচি, ডালিয়া ভট্টাচার্য, বরুণ রায়। |
জাতীয় পাঠক সচেতনা বৃদ্ধি নামে কর্মসূচির অঙ্গ হিসাবে জলপাইগুড়ির ‘মানসী’ পত্রিকার সম্পাদক সন্তোষ চক্রবর্তী ও তুফানগঞ্জের কবি অজিত অধিকারীকে সংবর্ধনা জ্ঞাপন করল শিলিগুড়ির ‘উত্তরলোক’ পত্রিকা। জলপাইগুড়ির মানিকগঞ্জ নেতাজি মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে হাজির ছিলেন সমাজসেবী সত্যরঞ্জন রক্ষিত প্রমুখ। |
উত্তরবঙ্গ ইতিহাস অনুসন্ধান পরিষদ তাদের প্রথম প্রয়াস হিসাবে ‘উত্তর দিনাজপুর জেলার স্মরণীয় যাঁরা’ শীর্ষক গ্রন্থ প্রকাশ করল। রায়গঞ্জ ইনস্টিটিউট হলে আয়োজিত গ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশ করলেন আনন্দগোপাল ঘোষ। বিশেষ অতিথি পুর চেয়ারম্যান মোহিত সেনগুপ্ত। |