মহিলাদের পোশাক-বিধির পরামর্শ দিয়ে বাম মহিলা নেতৃত্বের তোপের মুখে পড়তে হল প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লাকে। তাঁর মন্তব্যের জন্য এর আগেই সিপিএমের রাজ্য কমিটিতে প্রবল সমালোচনা হয়েছিল। নিজেকে সংশোধন করার জন্য রেজ্জাককে সুযোগ দেওয়ার কথাও বলেছিলেন দলের রাজ্য নেতৃত্ব। এ বার প্রকাশ্যেই বর্ষীয়ান বিধায়কের মন্তব্যের নিন্দা করল বাম মহিলা সংগঠনগুলি।
রাজ্য সরকার এবং রাজ্যপালের কাছে দাবি জানিয়েও ফল না মেলায় পথে নেমেই নারী নির্যাতনের প্রতিবাদ কর্মসূচি নিয়েছে সিপিএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক এবং আরএসপি-র চার মহিলা সংগঠন। তারা যখন প্রতিবাদের পথে যাচ্ছে, তখন প্রবীণ সিপিএম নেতা রেজ্জাকই মহিলাদের পোশাক পরিধানে সতর্ক হওয়ার কথা বলেছেন! এর জবাবে রেজ্জাকের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন সিপিএমের অঞ্জু কর, মিনতি ঘোষ, সিপিআইয়ের শ্যামশ্রী দাস, ফব-র শশী অগ্নিহোত্রীরা। তাঁদের বক্তব্য, “এমন মন্তব্য শুধু মহিলাদের স্বাধীনতায় হস্তক্ষেপই নয়, একেবারেই অনভিপ্রেত!” তাঁদের বক্তব্য, পার্ক স্ট্রিট, কাটোয়া, বারাসত, কামদুনি বা বর্ধমানে সাম্প্রতিক যে সব ধর্ষণের ঘটনা ঘটেছে, তার কোনওটিতেই নির্যাতিতার পোশাক নিয়ে কোনও অভিযোগ ছিল না।
রেজ্জাক অবশ্য আত্মপক্ষ সমর্থনে দাবি করেছেন, তাঁর মন্তব্য অপ্রাসঙ্গিক ভাবে ব্যাখ্যা করা হয়েছে। রানি রাসমণি অ্যাভিনিউয়ে কিছু মুসলিম সংগঠনের সমাবেশে নিজের পরিবারেরই উদাহরণ টেনে সংখ্যালঘু মহিলাদের জন্য তিনি কিছু পরামর্শ দিয়েছিলেন মাত্র। সার্বিক ভাবে মহিলাদের পোশাক নিয়ে তিনি কোনও ফতোয়া দেননি। তা ছাড়া, ঘনিষ্ঠ মহলে তাঁর আরও বক্তব্য, অতীতে সমরেশ বসুর ‘বিবর’ অবলম্বনে নাটকের সময় মহিলাদের অশ্লীল পোশাকে আপত্তি দেখিয়ে মহিলা সমিতিই বাধা দিত! তা হলে এখন সেই মহিলা সমিতিই পোশাক স্বাধীনতার কথা বলে কোন মুখে? এই প্রেক্ষিতে মহিলা সংগঠনের নেত্রীরা অবশ্য বলেছেন, সে যুগ আর এ যুগের পরিস্থিতির ফারাক বিস্তর! অঞ্জুদেবী, মিনতিদেবীরা এ দিন জানিয়েছেন, ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে ১৯ নভেম্বর রানি রাসমণি অ্যাভিনিউয়ে তাঁদের অবস্থান-সমাবেশ হবে। বামেদের বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত মহিলারা সেখানে থাকবেন। |