ছাতনার ঝাঁটিপাহাড়িতে অর্থলগ্নি সংস্থার অফিসে ডাকাতির ঘটনায় ধৃত বনওয়ারিলাল সিংহের সাত দিনের পুলিশি হেফাজত হল। শুক্রবার এই নির্দেশ দেয় পুরুলিয়া আদালত। তবে বৃহস্পতিবারের ওই ডাকাতির ঘটনায় যুক্ত বাকি দুষ্কৃতীদের এ দিনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। জেলা পুলিশের এক কর্তা বলেন, “বনওয়ারিলালকে জেরা করে দলের বাকিদের সন্ধান করা হচ্ছে।” |
ঝাঁটিপাহাড়ির ওই অর্থলগ্নি সংস্থার অফিসে লুঠপাট চালিয়ে পাঁচজন দুষ্কৃতী একটি গাড়িতে পুরুলিয়ার দিকে পালাচ্ছিল। পথে হুড়ার শামুকগড়িয়া সেতুর কাছে আলুর গাড়ির ‘চেকিং’ চলায় তারা আটকে যায়। পুলিশের চ্যালেঞ্জের মুখে পড়ে দুষ্কৃতীরা বন্দুক উঁচিয়ে তাঁদের ধাক্কা মেরে ফেলে দেয়। তার পর এক যুবকের কাছ থেকে মোটরবাইক নিয়ে তিন দুষ্কৃতী পালায়। বাকি দু’জন গ্রামের দিকে দৌড় লাগায়। ট্রাকচালকরা তাদের ধাওয়া করে। শুধুমাত্র বনওয়ারিলালকে ধরা যায়। অন্য জনের খোঁজ এ দিনও মেলেনি।
|
বাড়িতে চোলাইয়ের কারখানা তৈরির করার ঘটনায় সিপিএমের সোনামুখী পঞ্চায়েত সমিতির সদস্যা ঝুমা সাহা ও তাঁর শ্বশুর বুধন সাহার বিরুদ্ধে বিষ্ণুপুর আদালতে অভিযোগ জানাল আবগারি দফতর। বিষ্ণুপুরের মহকুমা শাসক পলাশ সেনগুপ্ত শুক্রবার বলেন, “আবগারি দফতর জানিয়েছে, চোলাইয়ের কারখানা চালানোর অভিযোগে ওই দু’জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে।” বৃহস্পতিবার ভোরে সোনামুখীর রাধামোহনপুর গ্রামে সোনামুখী পঞ্চায়েত সমিতির সিপিএম সদস্য ঝুমাদেবীর বাড়িতে অভিযান চালায় পুলিশ ও প্রশাসন। আটক করা হয় চোলাই ও চোলাইয়ের সরঞ্জাম। আবগারি দফতরের সোনামুখীর ওসি দেবদাস বন্দ্যোপাধ্যায় বলেন, “ওই বাড়িতে তল্লাশির আগেই চম্পট দেন ঝুমাদেবীর শ্বশুর। পরে ঝুমাদেবীও পালিয়ে যান। ফলে ওই বাড়ি থেকে ৪৫ লিটার চোলাই ও বেশ কিছু চোলাই তৈরির উপকরণ উদ্ধার করা গেলেও হাতে-নাতে কাউকেই ধরা যায়নি। ওই দু’জনের বিরুদ্ধেই আদালতে অভিযোগ দায়ের করেছি।” চেষ্টা করেও ঝুমাদেবীর সঙ্গে কথা বলা যায়নি।
পুরনো খবর: বাড়ির চত্বরে চোলাই ঠেক, হাঁ এসডিও
|
অবৈধ মদের কারবার বন্ধের দাবিতে থানায় এলাকার মহিলারা অবস্থান করার পরে নড়েচড়ে বসল কোটশিলার পুলিশ। বৃহস্পতিবার রাতে কোটশিলা থানা এলাকায় অবৈধ মদের ঠেক উচ্ছেদ অভিযান শুরু হয়। গ্রেফতার করা হয় দু’জনকে। প্রচুর চোলাই মদও আটক করা হয়। পুলিশ রাহান গ্রামে হানা দিয়েছিল। আন্দোলনকারী মহিলারা যে সব গ্রামে অবৈধ মদের কারবার চলছে বলে অভিযোগ করেছিলেন, তার মধ্যে ওই গ্রামের নামও ছিল। জেলার অতিরিক্ত পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, “রাহান গ্রাম থেকে অবৈধ ভাবে চোলাই মদ বিক্রির অভিযোগে উমেশ ঘাসি ও রামেশ্বর ঘাসি নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে মোট ৩৫ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়েছে।” ধৃতদের শুক্রবার পুরুলিয়া আদালতে তোলা হলে বিচারক তাদের অন্তবর্তী জামিনে মুক্তি দেন। তবে আন্দোলনকারীদের দাবি, এই অভিযান নিয়মিত চালাতে হবে।
|
পঞ্চায়েতের ক্ষমতা আগেই তৃণমূল পেয়েছিল। শুক্রবার বান্দোয়ানের সেই গুরুড় পঞ্চায়েতে সিপিএম থেকে জিতে আসা জননী মুর্মু তৃণমূলে যোগ দিলেন। এর ফলে ন’টি আসনের ওই পঞ্চায়েতে তৃণমূলের সদস ছয় থেকে বেড়ে সাত হল। সিপিএমের সদস্য দুই থেকে কমে একটি হল। কংগ্রেসের একটি সদস্য রয়েছে। এ দিন তৃণমূলের এক অনুষ্ঠানে এই দলবদলের কথা ঘোষণা করা হয়। ওই অনুষ্ঠানে তৃণমূলের ব্লক সভাপতি রঘুনাথ মাঝি, যুব তৃণমূলের ব্লক সভাপতি জগদীশ মাহাতো প্রমুখ উপস্থিত ছিলেন।
|
ডিভিসি-র তাপবিদ্যুৎ প্রকল্পের অনিচ্ছুক জমি-মালিকদের জন্য শুক্রবার নিতুড়িয়ার গুনিয়াড়া পঞ্চায়েত অফিসে চেক বিলির শিবির করেছিল পুরুলিয়া জেলা প্রশাসন। মাত্র ছ’জন ক্ষতিপূরণের চেক নিয়েছেন। বুধবার স্থানীয় রায়বাধ পঞ্চায়েত অফিসের শিবিরে চেক নেন পাঁচ জন। এ ব্যাপারে প্রশাসনের দিকেই গাফিলতির আঙুল উঠছে। রঘুনাথপুরের বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি দাবি, “এ দিন গুনিয়াড়া ছাড়াও অন্যান্য মৌজার ৫০-৬০ জন চেক নিতে আসেন। তাঁদের চেক জমি অধিগ্রহণ দফতরের কর্মীরা না আনায় সমস্যা হয়।” ডিএম তন্ময় চক্রবর্তী বলেন “ভুল বোঝাবুঝির জন্য সমস্যা হয়েছে।” প্রয়োজনে ফের চেক বিলির শিবির হবে বলে প্রশাসন জানিয়েছে।
|
এ বার অতিবৃষ্টিতে বাঁধাকপির ওজন বেশি বাড়েনি। ৮০০-৯০০ গ্রাম ওজনের বাঁধাকপিই বেশি। বিষ্ণুপুরের আশপাশের গ্রাম থেকে পাইকারি ব্যবসায়ীরা চাষিদের কাছ থেকে কেজি প্রতি ১৩-১৫ টাকা দরে বাঁধাকপি কিনে আনছেন। বিষ্ণুপুর শহরের বাজারে সেই বাঁধাকপিই বিক্রি হচ্ছে ২৫-২৬ টাকা কেজি দরে। |