কিছু দিনের মধ্যেই ভাগীরথী এক্সপ্রেস কাশিমবাজার স্টেশনে দাঁড়াবে। শুক্রবার সন্ধ্যায় কাশিমবাজার এলাকার ১ ও ২ নম্বর ওয়ার্ডে ভোট প্রচারে গিয়ে রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী বলেন, “ভাগীরথী এক্সপ্রেস কাশিমবাজারে দাঁড়াত না বলে এলাকার মানুষের ক্ষোভ ছিল। এ ব্যাপারে তাঁরা আমার কাছে দাবি জানান। সেই দাবি মেনে সিদ্ধান্ত হয়েছে আগামী কিছু দিনের মধ্যেই ভাগীরথী এক্সপ্রেস কাশিমবাজারে দাঁড়াবে।”পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের লালগোলা-শিয়ালদহ শাখার কাশিমবাজার স্টেশনে এত দিন ভাগীরথী এক্সপ্রেস দাঁড়াত না। ফলে এলাকার লোকজনকে ওই ট্রেন ধরতে বহরমপুর কোর্ট স্টেশনে আসতে হত। তাই এ দিন অধীরবাবুর ওই ঘোষণা করতেই খুশি এলাকার মানুষ। রেলমন্ত্রীর কাছে কাশিমবাজারের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডবল লাইন তৈরির জন্য ‘উচ্ছেদের’ আশঙ্কা প্রকাশ করেন। তাঁদের আশ্বস্ত করে অধীর চৌধুরী বলেন, “পলাশি থেকে লালগোলা পর্যন্ত ডবল লাইনের কাজ শুরু হয়েছে। এটা লোকজনের অনেকদিনের দাবি ছিল। রেলের জমিতে অনেকেই রয়েছেন। রেল লাইন তো আর আকাশে হবে না। তবে বাড়িঘর এখনও ভাঙা হয়নি। মাপজোকের কাজ চলছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আমার উপর ভরসা রাখুন।”
|
অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হলেন এক যুবক। কৃষ্ণনগরের মন্দিরপাড়ার নির্মল সরকার নামে ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নির্মলবাবু এলাকায় সক্রিয় সিপিএম কর্মী হিসাবে পরিচিত। শুক্রবার রাতে দোগাছি হাই স্কুল সংলগ্ন মাঠে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। সেখান থেকে বাড়ি ফেরার পথে পিছন থেকে গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, গাঁজার ঠেকের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন ওই যুবক। সেই কারণেই গুলি করা হয়েছে তাঁকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
ট্রাক উল্টে জখম হল ৩০জন যাত্রী। শুক্রবার দুপুরে কেতুগ্রামের হলদিয়া-ফারাক্কা বাদশাহি সড়কের উপর মোড়গ্রাম মোড় সংলগ্ন এলাকার ঘটনা। জখমদের উদ্ধার করে বড়ঞা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, ট্রাকে চেপে মহরম উপলক্ষে বর্ধমানের পাটনীল গ্রামে জারিগান গাইতে যাচ্ছিল ৪০ জনের একটি দল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে গেলে জখম হন ৩০ জন যাত্রী। গাড়িটিকে আটক করেছে পুলিশ।
|
বারহারোয়া রাজ্য সড়কের পাশ থেকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হল এক যুবকের দেহ। পুলিশ জানিয়েছে মৃত উজ্জ্বল ঘোষ (২৮) স্থানীয় নিশ্চিন্তা গ্রামের বাসিন্দা। বাইকে করে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ওই যুবকের। |