ভারত থেকে রক্তচন্দন নিয়ে যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে ধরা পড়লেন এক চিনা যাত্রী। তাঁর কাছ থেকে ৯৭ কিলোগ্রাম রক্তচন্দন কাঠ মিলেছে। জিন মাও হুয়াং (৪১) নামে এই ব্যক্তিকে গ্রেফতার করেছে শুল্ক দফতর। দফতর সূত্রের খবর, আইন অনুযায়ী সরকারি অনুমতি ছাড়া শ্বেত বা রক্তচন্দনের কাঠ কেনা-বেচা করা যায় না। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, তিনি দিল্লি থেকে ওই কাঠ কিনে চিন যাচ্ছিলেন।
বিমানবন্দর সূত্রে খবর, চিনের কুনমিং যাওয়ার জন্য বৃহস্পতিবার চায়না ইন্টার্ন বিমানসংস্থার উড়ান ধরতে পৌঁছন জিন মাও। নিয়ম অনুযায়ী, এক জন যাত্রী ২০ কেজি ওজনের ব্যাগ সঙ্গে নিতে পারেন। চেক-ইন কাউন্টারে দাঁড়িয়ে জিন চারটি ব্যাগ তুলে দেন কাউন্টারের ওজন মেশিনে। যার মোট ওজন ১০০ কেজিরও বেশি। অতিরিক্ত ওজনের জন্য জরিমানা দিতেও রাজি হন জিন। |
কাছেই ঘুরছিলেন শুল্ক দফতরের গোয়েন্দারা। তাঁদের সন্দেহ হয়। তল্লাশিতে ব্যাগে মেলে বিভিন্ন সাইজের রক্তচন্দন কাঠ। যার বাজারদর প্রায় ৯৭ হাজার টাকা। এ ছাড়াও তাঁর কাছ থেকে মিলেছে কিছু ভারতীয় টাকাও। নিয়ম অনুযায়ী, কোনও বিদেশি এত পরিমাণ ভারতীয় টাকা নিয়ে বিদেশ যেতে পারেন না। জিজ্ঞাসাবাদে জিন মাও জানান তিনি চিনে গাড়িচালকের কাজ করেন। কিন্তু, জিন মাও-এর পাসপোর্ট পরীক্ষা করে শুল্ক অফিসারেরা দেখেন তিনি প্রায়ই ভারতে যাতায়াত করেন। বেশির ভাগ সময়ে দিল্লি হয়ে। এর আগে কলকাতা হয়েও কয়েক বার যাতায়াত করেছেন। শুল্ক অফিসারেরা জানান, চিনে ওষুধ, আসবাব, মূর্তি তৈরির কাজে রক্তচন্দন কাঠ ব্যবহার করা হয়। |