প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ পালন
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
সপ্তদশ জাতীয় প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ উপলক্ষে পুরুলিয়া জেলার মূল অনুষ্ঠান হল রঘুনাথপুরে। শুক্রবার চোরপাহাড়ি গ্রামের প্রাথমিক স্কুল প্রাঙ্গনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি সৃষ্টিধর মাহাতো, প্রাণী সম্পদ বিকাশ দফতরের জেলা আধিকারিক রূপম বড়ুয়া, জেলা পরিষদের প্রাণী সম্পদ বিকাশ দফতরের কর্মাধ্যক্ষ হাজারি বাউরি প্রমুখ। এলাকার ৩০টি স্বনির্ভর গোষ্ঠীকে প্রায় ৩০০০ মুরগির বাচ্চা দেওয়া হয়। সভাধিপতির পরামর্শ, “রঘুনাথপুরে এই দফতরের কাজকে আরও বিস্তৃত করা দরকার।”
|
স্মারকলিপি পেশ
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
বন্যপ্রাণী মৃত্যুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যে প্রধানমন্ত্রী মনমহন সিংহ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্মারকলিপি দেওয়া হবে বলে জানাল সমাজ ও নদী বাঁচাও কমিটি। উত্তরবঙ্গের বনাঞ্চল দিয়ে চলাচলকারী ট্রেনের গতি ২০-২৫ কিমির মধ্যে বাঁধা সহ নানা দাবি ওই স্মারকলিপিতে জানানো হবে। |