আপনার স্বাস্থ্য...
প্র: মহিলারাই বেশি পাইলসে ভুগছেন। কেন?
উ: পাইলস হয় শক্ত পায়খানার জন্য। এর অবশ্য অনেক কারণ আছে।

প্র: অন্য কী কারণ?
উ: অনেক সময় ফিসার হতে পারে। মলত্যাগের রাস্তায় একটা আলসার হয়। সেটা থেকেও রক্ত পড়ে। অনেক সময় ওই একই পথে টিউমারও হতে পারে। বহু দিন ধরে টিউমারটি থাকলে এক সময় তা থেকে রক্ত পড়ে।

প্র: মানুষ বুঝবে কী করে?
উ: যখনই এ রকম কোনও অসুবিধা দেখা দেয়, তখনই কোনও চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। রেক্টাল পরীক্ষাতেও ধরা পড়ে যায়।

প্র: এর প্রতিকার কী?
উ: সংযত খাওয়াদাওয়া। ফল বেশি খাওয়া। সঙ্গে গ্রিন ভেজিটেবল এবং বেশি করে জল খেতে হবে।

প্র: সংযত খাওয়া বলতে?
উ: ঝালমশলা কম খেলেই ভাল।

প্র: এ সমস্যা তো অনেকেই লুকিয়ে রাখেন। তার মানে পরবর্তীতে আরও বড় কোনও বিপদ হতে পারে?
উ: সে তো হতেই পারে। অনেক সময়ই দেখা গেছে রক্ত পড়তে পড়তে রক্তাল্পতা হয়েছে।
প্র: অন্যটাও তো হতে পারে।
উ: অনেক ক্ষেত্রে দেখেছি পাইলস ভেবে চিকিৎসা করার পর দেখা যায় ওটা টিউমার ছিল, মানে ক্যানসার।

প্র: তার মানে মৃত্যু?
উ: সব সময় মৃত্যু নয়। এখন তো খুব ভাল চিকিৎসা হচ্ছে। তবে অপারেশন-এরও প্রয়োজন আছে। আমার দেখা অনেকেই ভাল হয়ে গিয়েছেন। দীর্ঘ দিন বেঁচে আছেন।

প্র: কোন বয়সে বেশি হয়?
উ: এখন তো কুড়ি থেকে চল্লিশের মধ্যেই বেশি হচ্ছে।

প্র: মাত্র এই বয়সেই এ রকম?
উ: অনিয়মিত খাওয়াদাওয়া। জল কম খাওয়া এবং অকারণে বাইরের খাবার বেশি খাওয়া।

প্র: এর সঠিক চিকিৎসা কী?
উ: পাইলস হলেই প্রথমেই অপারেশনের কথা না বলে ওষুধ দিয়ে ঠিক করার চেষ্টা করা হয়।

প্র: এই সমস্যা বাড়ছে কেন?
উ: এখানকার জল এবং পারিবারিক কারণে বহু মানুষের সঠিক সময়ে খাওয়াদাওয়ার অভ্যেস না থাকা।

প্র: পুরুষ না মহিলা কাদের বেশি?
উ: মহিলাদের। প্রধান কারণ অনিয়ম। অনেক ক্ষেত্রে প্রেগন্যান্সি এলে এই পাইলস হয় কারও কারও। যা পরবর্তীতে কমতে চায় না।

প্র: ইদানীং শুনছি পাইলসের জন্য নতুন অপারেশন পদ্ধতি এসেছে?
উ: হ্যাঁ।

যোগাযোগ: ৯৪৩৪২২৮৪৬১
ছবি: বিশ্বরূপ বসাক


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.