|
|
|
|
অসম তৃণমূল থেকে ইস্তফা সহ-সভাপতির |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি ক্ষোভ উগরে অসম প্রদেশ তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন রূপম নন্দী পুরকায়স্থ। তাঁর বক্তব্য, “মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া বড় ভুল হয়ে গিয়েছিল।”
রূপম আজ সাংবাদিক সম্মেলন করে বলেন, “জাতীয় দল হিসেবে নিজেদের অস্তিত্ব বজায় রাখতেই বাংলার তৃণমূল কংগ্রেস, অসমে তৃণমূলের নামে সাক্ষীগোপাল খাড়া করে রেখেছে। দলের কেন্দ্রীয় নেতারা না আমাদের কথায় পাত্তা দেন, না এখানে আসেন। রেলমন্ত্রী হিসেবে তিন তৃণমূল নেতা কাজ করলেও অসমের জন্য তাঁরা কিছুই করেননি। যাযাবর এক্সপ্রেসও চালু হয়নি। পদে পদে অসমবাসীকে বঞ্চনা করেছে তৃণমূল।” তাঁর ক্ষোভ, “পঞ্চায়েত ভোটে প্রার্থীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে বলা হয়েছিল। প্রতিশ্রুতি দেওয়া হয়, দলের তরফে সোজাসুজি সেখানে অর্থ পাঠানো হবে। সেই কথাও রাখেননি মমতাদেবী।” রূপমবাবুর ইস্তফা প্রসঙ্গে, প্রদেশ তৃণমূলের মুখপাত্র কৈলাশ শর্মা বলেন, “রূপমবাবু দলের সঙ্গে আলোচনা করে কোনও সিদ্ধান্ত নেননি। এটি ওঁর ব্যক্তিগত ব্যাপার। আগামী কাল কলাক্ষেত্রে রাজ্যের তৃণমূল কর্মীদের নিয়ে আলোচনায় বসা হবে। ডিসেম্বরে মুকুল রায়-সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা গুয়াহাটি আসছেন। দলের সমস্যা আলোচনার মাধ্যমে মিটিয়ে লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করা হবে।”
তবে রূপমবাবুর হুমকি, তিনি ফের ‘অল কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি ছাত্র সংগঠন’-এর হয়ে বরাক উপত্যকার উন্নয়নের জন্য আন্দোলনে নামবেন। রাজ্যের জন্য কোনও কিছু না-করা তৃণমূল নেতারা যদি ভোট চাইতে বরাকে আসেন, তবে তাঁদের ঘেরাও করা হবে। |
|
|
|
|
|