|
|
|
|
ফের পরিচারিকা নিগ্রহ, ধৃত প্রবাসী ভারতীয় মহিলা |
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
ফের পরিচারিকা নিগ্রহের অভিযোগ উঠল রাজধানীর বুকে। আর এ বার কাঠগড়ায় প্রবাসী ভারতীয় মহিলা।
বৃহস্পতিবার দুপুরে পূর্ব দিল্লির ময়ূর বিহার এলাকার একটি ফ্ল্যাট থেকে বছর তিরিশের উমরবতীকে উদ্ধার করে পুলিশ। তাঁর সারা শরীরে পোড়া ক্ষত ও কুকুরের কামড়ের দাগ ছিল। নিগৃহীতার বয়ানের ভিত্তিতে ফ্ল্যাটটির কর্ত্রী আরতি জৈনকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩২৩, ৩৪৪ ও ৩৭৪ নম্বর ধারা ও ভারতীয় শ্রম আইনের আওতায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। উদ্ধারের পর নিগৃহীতা ওই পরিচারিকাকে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ডাক্তারি পরীক্ষার জন্য।
স্থানীয় সূত্রের খবর, চলতি বছরের গোড়ার দিকেই মায়ের চিকিৎসার জন্য ভারতে আসেন বছর পঞ্চাশের আরতি জৈন। দীর্ঘদিন আমেরিকায় ছিলেন তিনি। দেশে ফেরার পর অভিজাত ময়ূর বিহার এলাকায় একটি ফ্ল্যাট কিনে সেখানেই মাকে নিয়ে থাকতে শুরু করেন। মাস চারেক আগে একটি বেসরকারি প্লেসমেন্ট এজেন্সি মারফত উমরবতী আরতির বাড়িতে কাজ পায়। পুলিশ জানিয়েছে, আদতে সে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ির বাসিন্দা। প্রথম থেকেই বাড়ির মালিকের নানা অত্যাচার সহ্য করতে হত তাঁকে। বেশির ভাগ সময় পচা খাবার খেতে দেওয়া হত। ছোটখাটো ভুল করলে বেধড়ক মারধর করা হত। বেতন চাইলে জুটত গরম লোহার রডের ছেঁকা।
বৃহস্পতিবার দুপুরে বাড়ির মালিকের চোখ এড়িয়ে পুলিশ কন্ট্রোল রুমে ফোন করেন উমরবতী। ফোন পেয়ে আরতির বাড়ি তল্লাশি অভিযানে যায় দিল্লি পুলিশের একটি দল। সঙ্গে ছিলেন একটি স্বেচ্ছাসেবী সংস্থার বেশ কিছু সদস্যও। মযূর বিহার এলাকার ওই ফ্ল্যাটের একটি তালাবন্দি ঘর থেকে উমরবতীকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্ত আরতি জৈনকে। যে প্লেসমেন্ট এজেন্সি উমরবতীকে আরতির বাড়ি কাজে নিয়োগ করেছিল তার কর্ণধারের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ।
মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে এই নিয়ে তৃতীয়বার দিল্লির বুকে পরিচারিকা নিগ্রহের ঘটনা ঘটল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবারের এই ঘটনায় উদ্বিগ্ন দিল্লি প্রশাসন। |
|
|
|
|
|