বাড়ির তালা ভেঙে দুষ্কৃতীরা বেশ কিছু মূল্যবান সামগ্রী চুরি করল। বৃহস্পতিবার রাতে শান্তিনিকেতনের গুরুপল্লি (দক্ষিণ) এলাকার ঘটনা। একই পাড়ার দু’টি বাড়িতে চুরি হয়েছে। চোরেরা অন্য একটি বাড়ির তালা ভাঙারও চেষ্টা করেছে। শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হওয়ার পরে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখন পর্যন্ত কাউকে ধরা যায়নি। গুরুপল্লির (দক্ষিণ) বাসিন্দা, বিশ্বভারতীর স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ছাত্র শুভেন্দু সাহা বলেন, “শুক্রবার ভোরবেলায় প্রতিবেশী এক অধ্যাপকের চিৎকার শুনে বাইরে আসি। তাঁর বাড়ির নিচের তলার ভাড়াটের দরজার তালা ভাঙার শব্দ পেয়ে তিনি চিৎকার করেছিলেন। তখনই চুরির ঘটনাটি ধরা পড়ে।” একই সময়ে পাড়া-প্রতিবেশীরা দেখেন, স্থানীয় একটি মেসবাড়ি থেকে ছাত্রদের নানা জিনিসপত্রও চুরি হয়েছে। চুরি যাওয়া সামগ্রীর মধ্যে আছে হাতঘড়ি, মোবাইল, নগদ টাকা, সাউন্ড সিস্টেম-সহ বেশ কিছু বৈদ্যুতিন সামগ্রী। স্থানীয় বাসিন্দা কৌশিক মণ্ডল, অর্ণব লাহা, সাহাবাক চৌধুরীদের দাবি, “কয়েক দিন আগেই এখানে সাঁওতালি বিভাগের প্রধানের বাড়িতে চুরি হয়েছে। বারবার এ বিষয়ে পুলিশ-প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কিছুই হয়নি।” ঘটনার খবর পেয়ে শান্তিনিকেতন তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থল ঘুরে তদন্ত শুরু করে।
|
স্কুলের উন্নয়নে এক লক্ষ টাকা দান করলেন এক প্রাক্তন প্রধানশিক্ষক। শুক্রবার বিকেলে একটি ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাঁধগোড়া কালীকৃষ্ণ উচ্চবিদ্যালয়ের পরিচালন সমিতির হাতে ওই অনুদান তুলে দিলেন প্রাক্তন প্রধানশিক্ষক গৌরসুন্দর আচার্য। বোলপুরের ওই স্কুল থেকে গৌরবাবু ২০০১ সালে অবসর নিয়েছিলেন। এ দিন তিনি বলেন, “আমার এই স্কুল আর্থিক অভাবে পরিকাঠামোগত দিক থেকে সমস্যায় ছিল। স্কুলের জানলা-দরজা হাল দেখে কষ্ট হত। তাই আমার সাধ্য মতো পাশে থাকার একটু চেষ্টা করলাম।” স্কুল সূত্রে খবর, শুধু আর্থিক অনুদান পাওয়ার জন্য এ দিনের অনুষ্ঠান আয়োজন হয়নি। অবসর নেওয়ার সময় কোনও এক অজ্ঞাত কারণে গৌরবাবুকে সম্বর্ধনা দেওয়া যায়নি। তাই এ দিনের সুযোগকে কাজে লাগিয়ে পেয়ে বর্তমান প্রধানশিক্ষক অশোক বন্দ্যোপাধ্যায় গৌরবাবুকে বিদায় সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানেরও আয়োজন করেন। গৌরবাবুর আর্থিক অনুদানে স্কুলের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপকদের পুরস্কৃত করা হবে। বাকি টাকায় ছাত্রদের জন্য একটি সাইকেল স্ট্যান্ড গড়া হবে বলে স্কুল কর্তৃপক্ষ ঠিক করেছেন।
|
জাপান ও ভারতের পারস্পরিক সম্পর্কের সুপ্রাচীন ইতিহাস ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরলেন কলকাতা স্থিত জাপানের কনসাল জেনারেল মিতসুও কাওয়াগুচি। শুক্রবার বিশ্বভারতীর নিপ্পন ভবনের ছাত্রছাত্রীদের সঙ্গে তিনি একটি আলপচারিতা করেন। সেখানে বিশিষ্ট জাপানি শিল্পকলা সমালোচক ওকাকোরা তেনশিন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে যে সাংস্কৃতিক যোগাযোগ গত শতাব্দীতে শুরু হয়েছিল, তার জের টেনে জাপানি কনসাল বলেন, “গুরুদেবের জীবদ্দশায় বহু জাপানি শিল্পী, সাহিত্যিক, সমাজসেবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব এখানে এসেছেন। এদেশ থেকেও বহু শিল্পী সাহিতিক, সমাজসেবী ও রাজনৈতিক ওদেশে গিয়েছেন। এতে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে।” তিনি আরও বলেন, “জাপান ভারতের দুঃসময়ের বন্ধু। ভারতের বৈদেশিক মুদ্রার ঘাটতির সময় বন্ধু হিসেবে সমস্যার সমাধানে জাপান ভারতের পাশে দাঁড়িয়েছে।” এ দিন জাপানি ভাষা নিয়ে পঠনপাঠন করা ছাত্রছাত্রীদের কর্মসংস্থান নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও তিনি দেন। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি জানান, ইতিমধ্যেই বেশ কিছু কোম্পানির সঙ্গে কথা হয়েছে। নিপ্পন ভবন থেকে উত্তীর্ণ হওয়ার পরে তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
|
বাড়িতে রাখা বোমা ফেটে মারাত্মক জখম হল ভাই-বোন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে সদাইপুর থানা এলাকার সেলারপুর গ্রামের শেখ পাড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় মাছ ব্যবসায়ী শেখ জহিরের বাড়িতে বোমা ফেটে জখম হয় তাঁর বছর এগারোর ছেলে শেখ আজাদ ও বছর তেরোর ছোট মেয়ে অজমীরা খাতুন। প্রথমে তাদেরকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। অবস্থার অবনতি হলে পরে তাদের বর্ধমান মেডিক্যালে রেফার করা হয়। প্রথম দিকে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও পুলিশ খবর পেয়ে ওই দিন সন্ধ্যায় জহিরের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে ২টি নাইন এমএম পিস্তল উদ্ধার হয়। জেলা পুলিশ সুপার সি সুধাকর জানিয়েছেন, বাড়িতে রাখা বোমা ফেটে দু’টি শিশু জখম হয়েছে। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। শেখ জহিরের খোঁজ চলছে। |