বাস দুর্ঘটনায় এক কলেজ ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ময়ূরেশ্বরের আকোলপুর গ্রামে। যান চলাচল নিয়ন্ত্রণ এবং মৃতের পরিবারবে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানায়, মৃত ছাত্রের নাম অশোক মণ্ডল (১৯)। তাঁর বাড়ি আকোলপুর গ্রামে। অশোক সাঁইথিয়া কলেজের স্নাতক কলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ সাইকেল করে অশোক স্থানীয় তালতলা গ্রামে টিউশন পড়তে যাচ্ছিলেন। সেই সময়ে রামপুরহাট থেকে আসা সাঁইথিয়াগামী একটি বাস তাঁকে পিছন থেকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় অশোককে প্রথম সাঁইথিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে সিউড়ির একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। সেখানে রাত ১০টা নাগাদ মৃত্যু হয় তাঁর। ওই খবর ছড়িয়ে পড়তেই, শুক্রবার দুপুর ২টো থেকে যানচলাচল নিয়ন্ত্রণ এবং ক্ষতিপূরণের দাবিতে আকোলপুর বাসস্ট্যান্ডে সিউড়ি-বহরমপুর সড়ক অবরোধ করেন বাসিন্দারা। ওই অবরোধ তুলতে গিয়ে দফায় দফায় গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন পুলিশ-প্রশাসনের কর্তারা। বিকেল পাঁচটা নাগাদ অবশ্য প্রশাসনিক আশ্বাসে অবরোধ উঠে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় একের পর এক দুর্ঘটনা ঘটছে। অথচ প্রশাসনের কোনও হেলদোল নেই। পুলিশ জানায়, যান চলাচল নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। |