বেআইনি ভাবে অটো চলাচলের অভিযোগকে কেন্দ্র করে ফের গোলমাল বাধল দুর্গাপুরে।
শুক্রবার সকালে শহরের প্রান্তিকা বাসস্ট্যান্ড এলাকায় বেআইনি ভাবে যাতায়াতের অভিযোগ তুলে কয়েকটি অটো আটকে দেন মিনিবাসের কর্মীরা। সে নিয়ে অটো চালকদের সঙ্গে তাঁদের বচসা বাধে। এলাকা অশান্ত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাঠি উঁচিয়ে এলাকা ফাঁকা করে দিলেও ঘটনার প্রতিবাদে মিনিবাস কর্মীরা বেশ কিছুক্ষণ বাস বন্ধ রাখেন। নাকাল হন সাধারণ যাত্রীরা।
মিনিবাসের চালক-কর্মীদের সঙ্গে অটো চালকদের ছোটখাট গোলমাল প্রায়শয়ই লেগে থাকে দুর্গাপুরে। বৃহস্পতিবারই এক প্রস্ত ঝামেল হয়েছিল। সে দিন ডিএসপি হাসপাতালের সামনে অ্যাম্বুল্যান্স রাখার জায়গায় অটো রাখার অভিযোগ নিয়ে অ্যাম্বুল্যান্স চালকদের সঙ্গে অটো চালকদের বিবাদ বাধে। অ্যাম্বুল্যান্স চালকেরা অটোগুলিকে সামনে থেকে সরিয়ে দেন। |
প্রতিবাদে সিটি সেন্টার বাসস্ট্যান্ডে প্রতিবাদ-বিক্ষোভের নামে মিনিবাস আটকে দেন অটো চালকেরা। বিপাকে পড়েন যাত্রীরা। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
শুক্রবার সকালে বেআইনি অটো চলাচলের বিরুদ্ধে সরব হন মিনিবাস কর্মীরা। প্রান্তিকা বাসস্ট্যান্ড এলাকায় বেআইনি ভাবে চলছে অভিযোগ তুলে একাধিক অটো আটকে দেন তাঁরা। খবর পেয়ে অন্য অটো চালকরা সেখানে পৌঁছন। দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। পুলিশ গিয়ে লাঠি উঁচিয়ে তাড়া করে এলাকা ফাঁকা করে। এর পরে প্রতিবাদে মিনিবাস চালাতে অস্বীকার করেন কর্মীরা। তাঁদের অভিযোগ, বেআইনি অটো ধরার ব্যাপারে কোনও পদক্ষেপ করছে না পুলিশ। উল্টে তাঁদের বাধা দেওয়া হচ্ছে। ঘণ্টাখানেক পরে অবশ্য একে একে নানা রুটে বাস চলাচল শুরু হয়ে যায়। পুলিশ অবশ্য জানিয়েছে, বেআইনি ভাবে অটো চলছে খবর পেলেই অভিযান চালানো হয়। |