টুকরো খবর
কার্তিক পুজো জমজমাট রানিগঞ্জেও
বাড়ির পুজো হোক বা সর্বজনীন, কার্তিক পুজোর আনন্দে মেতে উঠেছে রানিগঞ্জ। প্রায় একশো বছর আগে রানিগঞ্জের বক্তারনগরে নিঃসন্তান জ্যোতিন্দ্রনাথ মণ্ডল পুত্র কামনা করে যে পুজো শুরু করেছিলেন, তাঁর মৃত্যুর পরে সেই পরম্পরা রক্ষা করে গিয়েছেন তাঁর স্ত্রী প্রভাসকামিনী দেবী। ওই দম্পতির কোনও সন্তান না থাকায়, প্রভাসকামিনীদেবীর বোনঝির ছেলে অনিলকুমার মণ্ডল পুজোর ভার নেন। আগে যে মাটির মন্দিরে পুজো হত, তা ভেঙে তিনি কংক্রিটের মন্দিরে কার্তিক পুজো শুরু করেন।

বক্তারনগরে মন্দির। —নিজস্ব চিত্র।
শতাব্দী প্রাচীন বল্লভপুরের পালবাড়ির পুজো শুরুর পিছনে রয়েছে আবার ভিন্ন কাহিনী। শোনা যায়, কার্তিক সংক্রান্তির ভোরে বাড়ির ছেলে রাধাবল্লভ পালের স্ত্রী ভবানী রানি দেখেন, বাড়ির সদর দরজার পাশে কেউ একটি কার্তিক ঠাকুরের মূর্তি রেখে দিয়ে গিয়েছে। প্রথমে ওই মূর্তি জলে ভাসিয়ে দিতে চাইলেও বাড়ির প্রবীণদের পরামর্শে সেদিন বাড়িতেই পুজো করা হয়। জামুড়িয়ার চিঁচুড়িয়া গ্রামে বন্দ্যেপাধ্যায় বাড়ির পুজো শুরু হয় পুত্র সন্তানের আশায়। পাঁচ বছর আগে রানিগঞ্জ কুমারবাজারের প্রান্তে শহরের প্রথম সর্বজনীন কার্তিক পুজো শুরু করেন ফ্রেন্ডস ক্লাবের সদস্যেরা। পুজোর ভোগ হিসেবে থাকে মাটির ভাঁড়ে পোলাও।

রানিগঞ্জে মুক্ত বিদ্যালয়
সিহারশোল রাজ উচ্চ বিদ্যালয়ে আসানসোল মহকুমার দ্বিতীয় মুক্ত বিদ্যালয় কেন্দ্রের উদ্বোধন করলেন অধ্যাপক তথা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের সভাপতি ফাল্গুনী মুখোপাধ্যায়। তিনি জানান, গত দু’বছরে ১০০টি এই ধরনের কেন্দ্র খোলায় বর্তমানে এ রাজ্যে কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ২৩০টি। বর্ধমান জেলায় মুক্ত বিদ্যালয় কেন্দ্রের সংখ্যা বর্তমানে ২১। ফাল্গুনীবাবু আরও জানিয়েছেন, ৯টি বিষয়ের উপরে মোট ৯ বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। সিহারশোল রাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস চট্টোপাধ্যায় জানান, শনিবার, রবিবার এবং অন্য নানা ছুটির দিনগুলিতে বিদ্যালয়ের শিক্ষকেরা বাংলা মাধ্যমে ক্লাস নেবেন। পরে হিন্দি এবং ঊর্দু মাধ্যমেও ক্লাস নেওয়া হবে।

পি-এফের দাবি, ঘেরাও কর্তা
ঠিকা কর্মীদের প্রভিডেন্ড ফান্ড দেওয়ার ব্যবস্থা-সহ ১৪ দফা দাবিতে সাতগ্রাম এরিয়ার জিএমকে তাঁর কার্যালয়ে দীর্ঘক্ষণ ঘেরাও করে বিক্ষোভ দেখালেন শ্রমিকেরা। আইএনটিইউসি অনুমোদিত কোলিয়ারি মজদুর ইউনিয়নের নেতৃত্বে শুক্রবার এই বিক্ষোভে যোগ দিয়েছিলেন শ্রমিকেরা। আইএনটিইউসি অনুমোদিত কোলিয়ারি মজদুর ইউনিয়নের নেতা চণ্ডী বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বহু দিন ধরে শ্রমিকেরা জ্বালানির কয়লা পাচ্ছেন না। এ ছাড়া, বিগত সাত বছর ধরে সার্ভিস লিঙ্ক প্রমোশনের বকেয়া রয়েছে শ্রমিকদের। ২৭ নভেম্বর ওই ইউনিয়নের সঙ্গে তিনি আলোচনায় বসবেন বলে জিএম জানিয়েছেন।

শিশু দিবস পালন বুদবুদে
নেহরু যুব কেন্দ্রের প্রতিষ্ঠা দিবস ও শিশু দিবস পালিত হল মাড়োর রত্নবালা প্রাথমিক বিদ্যালয়ে। বৃহস্পতিবার বুদবুদের মাড়ো সবুজ সঙ্ঘ ও দুর্গাপুর নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে এই অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে যোগ দেন প্রায় ২০০ জন শিশু ও যুব। ছিলেন গলসির বিধায়ক সুনীলকুমার মণ্ডল, গলসি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জনার্দন চট্টোপাধ্যায়-সহ অনেকে। ক্লাবের সম্পাদক সঞ্জয় রুইদাস জানান, এই অনুষ্ঠানে শিশু ও যুবদের নিয়ে আলোচনা হয়।

হারল সিধো কানহু
কেরারডিহি আদিবাসী কল্যাণ সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতার গ্রুপ সি-র শুক্রবারের খেলায় পাঁচগাছিয়া আদিবাসী টাইব্রেকারে ৫-৪ গোলে সিধো কানহু মার্শাল গাঁওতাকে হারায়। কেরারডিহি মাঠের খেলায় নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ২-২।

দ্বিতীয় মুক্ত বিদ্যালয় কেন্দ্র
সিহারশোল রাজ উচ্চ বিদ্যালয়ে আসানসোল মহকুমার দ্বিতীয় মুক্ত বিদ্যালয় কেন্দ্রের উদ্বোধন করলেন অধ্যাপক তথা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের সভাপতি ফাল্গুনী মুখোপাধ্যায়। তিনি জানান, ৯টি বিষয়ের উপর ৯বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। সিহারশোল রাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস চট্টোপাধ্যায় জানান, শনিবার, রবিবার এবং অন্যান্য ছুটির দিন বিদ্যালয়ের শিক্ষকেরা বাংলা মাধ্যমে ক্লাস নেবেন।

জামুড়িয়ায় বিক্ষোভ
ঠিকা কর্মীদের পিএফ-সহ ১৪ দফা দাবিতে সাতগ্রাম এরিয়ার জিএমকে দীর্ঘক্ষণ ঘেরাও করে বিক্ষোভ দেখালেন শ্রমিকেরা। শুক্রবার আইএনটিইউসি অনুমোদিত কোলিয়ারি মজদুর ইউনিয়নের নেতা চণ্ডী বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বহু দিন ধরে শ্রমিকেরা জ্বালানির কয়লা পাচ্ছেন না। ২৭ নভেম্বর ইউনিয়নের সঙ্গে তিনি আলোচনায় বসবেন জিএম।

গরম জামাকাপড়ের পসরা
—নিজস্ব চিত্র।
শীতের আমেজ পড়তে না পড়তেই রাজস্থান ও মধ্যপ্রদেশ থেকে কম্বল, গরম জামাকাপড়ের পসরা নিয়ে হাজির হন জিতু রাঠোর ও গৌরিলাল সুরৌতরা। বেশ কয়েক বছর ধরে শীতকালে এখানে এসে এ সব বিক্রিবাটা করেন তাঁরা। এ বছরও দুর্গাপুরে ২নং জাতীয় সড়কের পাশে ভিড়িঙ্গি মোড়ে এসে দোকান সাজিয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.