ট্যাক্সি থেকে নামার সময় টাকা ভর্তি ব্যাগ ফেলে গিয়েছিলেন পাত্রসায়রের এক দম্পতি। ঘণ্টাখানেকের মধ্যেই সেই টাকা দম্পতিকে ফিরিয়ে দিলেন এক ট্যাক্সিচালক। বৃহস্পতিবার এমনই সততার ঘটনা ঘটেছে কলকাতার মানিকতলা এলাকায়।
পাত্রসায়রের এক শিক্ষক দম্পতি জয়দেব দাস ও অনুভা দাস এ দিন ভোরে কলকাতায় যান। জয়দেববাবু বলেন, “সকাল ১০টায় খান্নামোড় থেকে একটি ট্যাক্সিতে উঠি। মানিকতলা পৌঁছে ভাড়া মিটিয়ে আমরা গাড়ি থেকে নেমে পড়ি। কিন্তু আমরা সঙ্গে থাকা ব্যাগটি নিতে ভুলে যাই। যখন বুঝতে পারি, তত ক্ষণে ট্যাক্সিটি বেরিয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে আমরা মানিকতলা থানায় গিয়ে জেনারেল ডায়েরি করি।” অনুভাদেবী বলেন, “ব্যাগের মধ্যে প্রায় ১২ হাজার টাকা, কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র, একটা মোবাইল ফোন ও পোশাক ছিল। আমরা ওই মোবাইলে ফোন করতে ট্যাক্সিচালক ফোনটা ধরেন। আমরা কোথায় রয়েছি জেনে তিনিই দুপুরে মানিকতলায় এসে আমাদের কাছে সব জিনিস-সহ ব্যাগটা ফিরিয়ে দেন।”
লেকগার্ডেন্সের বাসিন্দা, ওই ট্যাক্সিচালক রাম সেবক বলেন, “পিছনের সিটে ব্যাগটা যে পড়ে রয়েছে তা প্রথমে খেয়াল হয়নি। মানিকতলা ছাড়িয়ে অনেকটা যাওয়ার পরে ব্যাগটা নজরে আসে। কিন্তু ফিরে গিয়ে তাঁদের যদি না পাই এই ভেবে আর ফিরে যাইনি। ভেবেছিলাম, পরে কোনও থানায় জমা দিয়ে দেব। পরে ব্যাগের ভিতর থেকে ফোনের রিং শুনে বুঝে যাই ব্যাগের মালিকই ফোন করেছেন।” রাম সেবকের সততার প্রশংসা করে অনুভাদেবী জানান, তাঁরা ভাবতে পারেননি টাকা-সহ ব্যাগটা ফেরত পাবেন। তাঁর কাছে ওই দম্পতি কৃতজ্ঞ। খুশি হয়ে রাম সেবককে মিষ্টি খেতে তাঁরা কিছু টাকা দেন। জয়দেববাবু বলেন, “উনি তো প্রথমে টাকা নিতেই চাননি। জোরাজুরি করতে শেষে তিনি নিলেন।” আর রামসেবকের মন্তব্য, “যাঁর ব্যাগ, তাঁর হাতে তা ফিরিয়ে দিতে পেরেছি। এতেই আমি খুশি। এটাই আমাদের কর্তব্য।” |