টুকরো খবর
‘গ্রিন বেঞ্চ’-এর প্রতিনিধিরা শব্দশহিদের বাড়িতে
বুধবার উত্তর ২৪ পরগনার অশোকনগরের সুকান্তপল্লির বাসিন্দা নিহত পিণ্টু বিশ্বাসের স্ত্রী ও মেয়ের সঙ্গে দেখা করলেন পরিবেশ ও শব্দদূষণ নিয়ে কাজ করা একটি বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। সবুজ মঞ্চ নামে ওই সংস্থার প্রতিনিধিরা এ দিন তাঁদের সঙ্গে কথাও বলেন। কথা বলেন অশোকনগর থানার ওসির সঙ্গেও। সংগঠনের তরফে থানায় স্বারকলিপিও দেওয়া হয়। সংগঠনের তরফে নব দত্ত বলেন, “এক সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টে আমরা একটি মামলা করব। তাতে রাজ্যে যে সাত জন শব্দশহিদ হয়েছেন, সে সব মামলার দ্রুত নিস্পত্তি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হবে। আজ পর্যন্ত ওই সব মামলার যথাযথ তদন্ত হয়নি।” তাঁর দাবি, অশোকনগর থানার পুলিশ ঘটনাটিকে শব্দবাজি ফাটানোর বিষয় বলেই স্বীকার করতে রাজি নয়। প্রসঙ্গত, কালীপুজোর রাতে পিণ্টুবাবু বাজি ফাটানোর প্রতিবাদ করায় তাঁকে পিটিয়ে খুন করা হয়। ওই ঘটনায় ৬ অভিযুক্তের মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

অস্ত্র ব্যবসায় যুক্ত অভিযোগে ধৃত
রিভলভার ও গুলি-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ। স্থানীয় দক্ষিণ বারগা গ্রামের বাসিন্দা সহিদুল মোল্লা নামে ওই দুষ্কৃতীকে বুধবার রাতে বারগা বাজার থেকে গ্রেফতার করা হয়। কিছুদিন আগে দক্ষিণ বারগা গ্রামের ইউসুফ মোল্লা ওরফে হাঁসার বাড়িতে অস্ত্র কারখানার হদিস পায় পুলিশ। সেখান থেকে একটি রিভলভার, আটটি রিভলভারের ব্যারেল-সহ অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। মিনাখাঁ থানার ওসি গৌতম মিত্র বলেন, “তদন্তে জানা যায় ইউসুফ ও তার সঙ্গী আব্দুল বারিক মোল্লার সঙ্গে অস্ত্রের কারবারে যুক্ত সহিদুল। এর পরেই সহিদুলকে গ্রেফতার করা হয়।” পুলিশের দাবি, জেরায় সহিদুল জানিয়েছে সে মূলত দক্ষিণ ২৪ পরগনার দুষ্কৃতীদের আগ্নেয়াস্ত্র বিক্রি করত। ইউসুফ ও আব্দুলের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

আগ্নেয়াস্ত্র তৈরির হদিস কুলতলিতে
আগ্নেয়াস্ত্র-সহ এক ফলতার পাইকান গ্রাম থেকে বুধবার সন্ধ্যায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে তিনটি বন্দুক, একটি পিস্তল ও ৫৮ রাউন্ড কার্তুজ-সহ ২টি ম্যাগাজিন পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। আকাশ খাঁড়া নামে ওই যুবককে বৃহস্পতিবার ডায়মন্ড হারবার আদালতে তোলা হলে বিচারক ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ওই দিনই সন্ধ্যায় কুলতলির ভারামারি গ্রামে প্রহ্লাদ হালদার নামে এক ব্যক্তির বাড়িতে আগ্নেয়াস্ত্র তৈরির সন্ধান পায় পুলিশ। বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র-সহ আগ্নেয়াস্ত্র তৈরির প্রচুর যন্ত্রাংশ উদ্ধার হয়েছে। প্রহ্লাদ হালদার ও জগদীশ বৈদ্য নামে দু’জনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে বিষ্ণুপুর থানার রসপুঞ্চ গ্রাম থেকে বৃহস্পতিবার দুপুরে আগ্নেয়াস্ত্র-সহ বিশ্বজিৎ নস্কর ও তপন হালদার নামে দু’জন পুলিশের হাতে ধরা পড়ে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বন্দুক, ১৫ রাউন্ড গুলি ও ৪টি বোমা।

ভস্মীভূত দোকান
বৃহস্পতিবার ভোরে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল শ্যামনগর স্টেশন লাগোয়া ৯টি দোকান। পূর্ব রেলের শিয়ালদহ (মেন) শাখায় শ্যামনগর স্টেশেন ১ নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার রাস্তার দু’ধারে রয়েছে পোশাক থেকে ব্যাগ, ছাতা, সেলুন ইত্যাদি দোকান। এ দিন ভোরে হঠাৎই আগুন লাগে দোকানগুলিতে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলের লোকেরা।
ভাটপাড়া পুরসভার উপপ্রধান সোমনাথ তালুকদার জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিক জানা না গেলেও আনুমানিক ২০ থেকে ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। শট সার্কিটের কারণেই আগুন লাগে বলে প্রাথমিক ভাবে পুলিশ ও দমকলের অনুমান।

ধৃত পাঁচ সশস্ত্র ডাকাত
ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে বনগাঁর অভিযান সঙ্ঘের মাঠ থেকে তাদের ধরে পুলিশ। তাদের কাছ থেকে একটি পিস্তল, ২টি কার্তুজ ও একটি ম্যাগাজিন উদ্ধার হয়েছে।

ডুবে মৃত্যু
স্নান করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হল এক পুণ্যার্থীর। মঙ্গলবার গঙ্গাসাগরের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রত্নাকরনারায়ণ মিটলে (৬৮)। বাড়ি মহারাষ্ট্রের থানেতে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.