|
|
|
|
কৃষি ঋণ শোধের সময়সীমা বাড়ানোয় সায় ব্যাঙ্কেরও |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বন্যা কবলিত এলাকার কৃষি ঋণ শোধের সময়সীমা বাড়ানোর যে আশ্বাস দিয়েছিলেন, ব্যাঙ্ক কর্তৃপক্ষের সহযোগিতায় তা সম্ভব হচ্ছে বলে জানালেন তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার তমলুকের রাধামনিতে বন্যাদুর্গত বাসিন্দাদের শীতবস্ত্র প্রদানের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে সাংসদ বলেন, “বন্যা কবলিত এলাকার কৃষকদের কৃষিঋণ শোধের জন্য বাড়তি সময় দিতে বিভিন্ন ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছিল। ব্যাঙ্ক কর্তৃপক্ষ ইতিবাচক পদক্ষেপ করেছে। কৃষকদের পুনরায় চাষের কাজে সাহায্যের জন্য ঋণও দেওয়া হবে।” ব্যাঙ্কগুলির তরফে পূর্ব মেদিনীপুর জেলার লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার তাপস কুমার মাইতি বলেন, “রিজার্ভ ব্যাঙ্কের গাইড-লাইন অনুযায়ী জেলার বন্যাকবলিত এলাকা তমলুক, পাঁশকুড়া ও নন্দকুমার ব্লকের ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বল্প মেয়াদী কৃষিঋণের মেয়াদ বৃদ্ধি করে মধ্য মেয়াদী করা হয়েছে। এই বিষয়ে জেলার বিভিন্ন ব্যাঙ্ক কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলে প্রয়োজনীয় নির্দেশিকা জারি হয়েছে। এ ছাড়াও বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ফের চাষের কাজে সাহায্যের জন্য স্বল্পমেয়াদী কৃষিঋণ দেওয়া হবে।” |
|
তমলুকের রাধামনিতে কম্বল বিতরণ শুভেন্দু অধিকারীর।—নিজস্ব চিত্র। |
গত অগস্ট মাসের শেষ সপ্তাহে পাঁশকুড়ার রানিহাটির কাছে কাঁসাই নদীর বাঁধ ভেঙে জল ঢোকার জেরে পাঁশকুড়া, তমলুক ও নন্দকুমার ব্লকের ২০০টির বেশি গ্রাম প্লাবিত হয়। ওই জায়গাতেই আরও দু’বার বাঁধ ভেঙে মোট তিন দফায় বন্যার কবলে পড়েন আশপাশের প্রায় দু’লক্ষ বাসিন্দা। বন্যার জলে ডুবে বাড়িঘর, রাস্তাঘাটের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধান, পান, ফুল, সব্জি, মশলা ও মাছ চাষ। সব মিলিয়ে কয়েকশো কোটি টাকার সম্পদ ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আসন্ন বোরো ও রবি চাষের মরসুমে সাহায্য করতে কৃষি দফতরের মাধ্যমে বিনামূল্যে বীজ ও সারের মিনিকিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিন রাধামনি বাজারে আয়োজিত অনুষ্ঠানে শুভেন্দু তমলুক ব্লকের ৬টি গ্রাম পঞ্চায়েতের বন্যাদুর্গত ৬ হাজার বাসিন্দাদের হাতে শীতবস্ত্র তুলে দেন। কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের তরফে এই শীতবস্ত্র দেওয়া হয়। এর আগেও বন্যা কবলিত এলাকার ৪ হাজার দুর্গত বাসিন্দার হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছিল। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি মধুরিমা মণ্ডল, জেলাশাসক অন্তরা আচার্য , জেলা পুলিশ সুপার সুকেশ কুমার জৈন প্রমুখ। |
|
|
|
|
|