|
|
|
|
শিশু দিবসে চকোলেট-বেলুন |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার মেদিনীপুরেও কিছু কর্মসূচি হয়। শহরের গোলকুয়াচক উন্নয়ন সমিতির উদ্যোগে এ দিন সকালে পথচলতি শিশুদের মধ্যে চকোলেট-স্টিকার-বেলুন বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট চিকিৎসক খগেন্দ্রনাথ খামরই, ছবি মিত্র, কেকা ঘোষ, শম্পা মুখোপাধ্যায় প্রমুখ। সমিতির পক্ষ থেকে খগেন্দ্রনাথবাবুকে সংবর্ধিতও করা হয়। |
|
শিশু দিবসের অনুষ্ঠান মেদিনীপুরের গোলকুয়াচকে। —নিজস্ব চিত্র। |
পিড়াকাটা শিশু শ্রমিক স্কুলে দিনটি উদ্যাপিত হয়। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক বিজয় মাহাতো। পশ্চিম মেদিনীপুরে ৪২টি শিশু শ্রমিক স্কুল রয়েছে। সব স্কুলেই দিনটি উদ্যাপিত হয়েছে। আইন রয়েছে। তবে সর্বত্র শিশুশ্রম বন্ধ করা যায়নি। ’৯৬ সাল থেকে শিশুশ্রম বন্ধে আইন চালু করে কেন্দ্রীয় সরকার। সেই সময় দেখা গিয়েছিল, দেশে প্রায় দেড় কোটি শিশু শ্রমিক রয়েছে। এ রাজ্যে প্রায় দু’লক্ষ। ওই সময় থেকে অনান্য জেলার পাশাপাশি এ জেলাতেও শিশু শ্রমিক স্কুল গড়ে ওঠে।
তবে, অনেক শিশু শ্রমিকই এই স্কুল থেকে দূরে রয়েছে। কেন? শিশু শ্রমিক স্কুলের প্রশিক্ষক গোপালচন্দ্র বসু বলেন, “এ জন্য সর্বস্তরেই আরও সচেতনতা গড়ে তোলা জরুরি।
তবেই শিশুশ্রম সার্বিক ভাবে বন্ধ করা সম্ভব হবে।” |
|
|
|
|
|