টুকরো খবর |
কংগ্রেস কর্মীদের ভরসা দিলেন প্রদীপ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
মেদিনীপুরে প্রদেশ কংগ্রেস সভাপতি।—নিজস্ব চিত্র। |
দলীয় কর্মীদের নির্ভয়ে কাজের পরামর্শ দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ প্রদীপ ভট্টাচার্য। বৃহস্পতিবার মেদিনীপুরে কর্মিসভায় তিনি বলেন, “মেদিনীপুর শহর তৃণমূলের নয়, বামফ্রন্টের নয়। চিরকালই কংগ্রেসের। তাই দল ভাগ হলেও এ শহরে আমাদের শক্তি তেমন ক্ষয় হয়নি।” আসন্ন পুর-নির্বাচনে মেদিনীপুরের ২৫টি ওয়ার্ডের মধ্যে ২৪টিতে প্রার্থী দিয়েছে কংগ্রেস। একটি ওয়ার্ডে তারা নির্দল প্রার্থীকে সমর্থন করেছে। ২০০৮ সালের পুর-নির্বাচনের পরে কংগ্রেস-তৃণমূল জোট হয়েছিল। এ বার ভোটের আগে জোট হয়নি। ভোটের পরেও জোটের সম্ভাবনা কম। সবক’টি ওয়ার্ডেই কংগ্রেস-তৃণমূল সম্মুখসমরে। এ দিন কর্মিসভায় প্রদীপবাবু ছাড়াও ছিলেন জেলা কংগ্রেস সভাপতি স্বপন দুবে, দলের শহর সভাপতি সৌমেন খান প্রমুখ। স্বপনবাবুর আহ্বান, “আমরা যুদ্ধের আগে যেন হেরে না-যাই।” সৌমেন খানের কথায়, “আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। ভোটের আগে তৃণমূল অশান্তি করতে পারে।” প্রসঙ্গত, এ দিনই বেনেপুকুরে প্রচার সভা করেন মন্ত্রী সৌমেন মহাপাত্র।
|
সমবায় সপ্তাহ পালন শুরু হল মোহনপুরে
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
প্রয়াত প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিনে সারা দেশের সঙ্গে পশ্চিম মেদিনীপুরেও ৬০তম জেলা সমবায় সপ্তাহ পালন শুরু হল। বৃহস্পতিবার মোহনপুরে পঞ্চায়েত সমিতির প্রেক্ষাগৃহে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা সমবায় সমিতির সহ-নিবন্ধক প্রসাদ গঙ্গোপাধ্যায়। ছিলেন বিধায়ক তথা পরিষদীয় সচিব জ্যোতির্ময় কর, জেলা পরিষদের কৃষি ও সমবায় কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়নের অন্যতম ডিরেক্টর প্রদীপ পাত্র প্রমুখ। প্রতি বছরই নেহেরুর জন্মদিবসকে সামনে রেখে ১৪ থেকে ২০ নভেম্বর দেশ জুড়ে সমবায় সপ্তাহ পালন হয়। এ দিন সকালে মোহনপুরে জেলার অনুষ্ঠানের সূচনা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে। পরে পঞ্চায়েত সমিতির প্রেক্ষাগৃহের সামনে পতাকা উত্তোলন করেন প্রসাদবাবু। ‘সমবায় পরিচালনার নেতৃত্ব ও সংস্কার’ শীর্ষক আলোচনাসভাও হয়। উপস্থিত ছিলেন জেলার প্রায় পাঁচশো সমবায় প্রতিনিধি। ১৬ নভেম্বর খড়্গপুর, ১৭ নভেম্বর মেদিনীপুর, ১৮ নভেম্বর গড়বেতা, ১৯ নভেম্বর সবংয়ের পরে শেষদিন ২০ নভেম্বর ঝাড়গ্রামে অনুষ্ঠান হবে। আজ, ১৫ নভেম্বর কলকাতার মহাজাতি সদনে রাজ্য সমবায় সপ্তাহ পালন হবে। তাই আজ জেলার কোথাও অনুষ্ঠান হবে না। এ দিন প্রসাদবাবু বলেন, “দুর্বল সমবায় সমিতিগুলিকে চাঙ্গা করতে ‘ইউনিভার্সাল মেম্বারশিপ’-এর ব্যবস্থা করতে হবে।” রাজ্য সমবায় সমিতি ইউনিয়নের অন্যতম ডিরেক্টর প্রদীপবাবু জানান, ইউনিভার্সাল মেম্বারশিপে একজন মাত্র এক টাকা দিয়ে সমবায়ের সদস্য হতে পারবেন।
|
বধূ নির্যাতন, ধৃত স্বামী
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
পণের দাবিতে বধূ নির্যাতনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে পিংলা থানার পুলিশ সামসরা থেকে অভিযুক্ত স্বামী তোতন হাটুয়াকে গ্রেফতার করে। তিনি ভারতীয় সেনাকর্মী। বাকিরা পলাতক। বছর দু’য়েক আগে তোতন হাটুয়ার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগণার অমলা সামন্তের বিয়ে হয়। বিয়ের পর থেকেই অশান্তি চলছিল। অমলার অভিযোগ, “বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য বলতেন শ্বশুরবাড়ির লোকেরা। বাপের বাড়ির সাধ্য ছিল না। এতেই শ্বশুর, শাশুড়ি, ননদের সঙ্গে অশান্তি বাড়তে থাকে। স্বামীও মারধর করতেন।” দিন কয়েক আগে মারধরের পর বাপের বাড়ি চলে যান ওই বধূ। এ দিন সকালে পিংলা থানায় এসে শ্বশুর সুব্রত হাটুয়া, স্বামী তোতন-সহ পাঁচ জনের বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেন।
|
বই প্রকাশ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
‘শ্মশানমঙ্গল কাব্য’ নামে একটি দীর্ঘ কবিতার বই প্রকাশ হল। কবিতা লিখেছেন ঋত্বিক ত্রিপাঠী। মেদিনীপুরের কলেজ মাঠে এখন বইমেলা চলছে। বৃহস্পতিবার মেলার মূল মঞ্চেই বইটির আনুষ্ঠানিক প্রকাশ হয়। পাণ্ডুলিপি পড়ে পাঠ প্রতিক্রিয়া স্বরূপ কথা সাহিত্যিক সমরেশ মজুমদার লিখেছেন গদ্য। চিত্রশিল্পী প্রকাশ কর্মকার এঁকেছেন চিত্র। অলঙ্করণে রবি দে। কবিতা, গদ্য এবং চিত্র, তিনটিই এক মলাটের মধ্যে রয়েছে।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহীর। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে কেশিয়াড়ির কিয়ারচাঁদা এলাকায়। মৃত প্রমথ সিংহের (৪০) বাড়ি বেনাকুড়িয়া গ্রামে। এ দিন রাতে সাইকেলে হাতিগেড়িয়া-কুলটিকিরি সড়ক ধরে যাচ্ছিলেন তিনি। তখন দ্রুতগতিতে আসা একটি ট্রাক ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। |
|