|
|
|
|
নোনা-গুজবে দিশাহারা বিহার
স্বপন সরকার • পটনা |
নুনের দাম ১০০ টাকা কিলো স্রেফ এই গুজবে রাজ্যের বেশ কিছু জেলায় প্রশাসন রীতিমতো নাস্তানাবুদ। পরে অবশ্য প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। গুজরাতি ‘নুন’ নিয়ে বিহার রাজনীতি সরগরম হয়ে উঠেছে।
সকাল থেকে উত্তর বিহারের বিভিন্ন জেলায় গুজব রটে যায়— গুজরাতে নুনের সব কারখানা বন্ধ হয়ে গিয়েছে। ফলে নুনের দাম বেড়ে গিয়েছে। এই শুনেই সকাল থেকে মানুষ ছুটেছেন নুন কিনতে। পান্তা আনতে নুন না ফুরিয়ে যায়! কেউ পাঁচ কিলো তো বড় পরিবারের লোকজন কিনেছেন ১০ কিলো। গুজবের খবর পেয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেমে পড়ে জেলা প্রশাসন। বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন মাইকে প্রচার চালিয়ে বিকেলের পরে অবস্থা নিয়ন্ত্রণে আনে। গুজব ছড়ানোর জন্য দ্বারভাঙা থেকে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। প্রশাসন তাদের জেরা করে গুজবের উৎস খুঁজে বের করার চেষ্টা করছে।
রাজ্যের খাদ্য মন্ত্রী শ্যাম রজক এই গুজবের পিছনে রাজনীতির গন্ধ পাচ্ছেন। সরাসরি নাম না করে তিনি বলেন, “গুজরাতের মন্ত্র নিয়ে এখানে যাঁরা এখানে রাজনীতি করছেন এর পিছনে তাঁরাই আছেন। মানুষ সব বুঝতে পারছে। তবে সরকার এর বিরুদ্ধে তৎক্ষনাৎ ব্যবস্থা নিয়েছে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে।” শ্যামের এর জবাবে নন্দকিশোর, বিধানসভায় বিজেপির বিরোধী দলনেতা নন্দকিশোর যাদব বলেছেন, “সরকার দোষারোপ করতে যতটা ব্যস্ত, দাম নিয়ন্ত্রণে সরকারের ততটা আগ্রহ নেই। এর বিরুদ্ধে যা করা উচিত তা করছে না। পরিস্থিতি দেখে তো মনে হচ্ছে, রাজ্যে কোনও সরকার নেই।”
কাল রাত থেকে রাজ্যের সীতামঢ়ী, মধুবনি, মুজফ্ফরপুর, সমস্তিপুর এবং দ্বারভাঙায় নুনের দাম বেড়ে যাওয়ার গুজব রটে। সকাল হতেই জেলা প্রশাসনের কাছে মহিলাদের ফোন আসতে শুরু করে। জেলাশাসকরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এসডিও, বিডিও এবং খাদ্য দফতরের আধিকারিকদের পাঠাতে শুরু করেন। নুনের পাইকারি ব্যবসায়ীদের ঘরে হানা দেওয়া হয়। সব জেলা থেকেই খবর আসে এমন ঘটনা নেই। এটা গুজব। জেলা শহর এবং গ্রামীণ এলাকায় মানুষকে আশ্বস্ত করতে প্রশাসন থেকে মাইকে করে লাগাতার ঘোষণা করে গুজব ছড়াতে নিষেধ করা হয়। সীতামঢ়ীর পুলিশ সুপার পঙ্কজ সিংহ বলেন, “আমাদের এখানে গুজব রটে যে গুজরাতে নুনের কারখানা বন্ধ হয়ে গিয়েছে। নুনের দাম বেড়ে যাবে। ফলে লোক নুন সংগ্রহে নেমে পড়েন। আমরা জানতে পেরে পাইকারি ব্যবসায়ী ও দোকানে লোক পাঠিয়ে দেখি এটা গুজব। অবস্থা এরপর নিয়ন্ত্রণে।” সমস্তিপুরের জেলাশাসক নবীনচন্দ্র ঝা বলেন, “কাল রাতেই আমরা বিভিন্ন জায়গায় অফিসারদের পাঠিয়ে অবস্থা বোঝার চেষ্টা করি। আজ সকাল থেকে মাইকে প্রচার করে গুজবে কান না দিতে বলা হয়।” দ্বারভাঙার জেলাশাসক কুমার রবি বলেন, “বেশি দামে নুন কিনেছেন এমন কাউকে আমরা পাইনি। তা হলে চড়া দামে নুন বিক্রি করা ব্যবসায়ীকে ধরতে পারতাম। এটা গুজব।” |
|
|
|
|
|