|
|
|
|
বাড়িতে আগুন লেগে মৃত যুবক, জখম ২
নিজস্ব সংবাদদাতা |
আগুন থেকে বাবা ও দিদিকে রক্ষা করতে গিয়ে আরজিকরে মৃত্যুর সঙ্গে লড়ছে ভিকি সাঁতরা (১৪)। ভিকির দিদি মাম্পিও সেখানে ভর্তি। বৃহস্পতিবার ভোরে উল্টোডাঙার মুচিবাজারের ঘটনা। তাদের বাবা তারক সাঁতরা (৩৮) ঘটনাস্থলেই পুড়ে মারা যান বলে জানান স্থানীয়েরা।
ছোট্ট একটা ঘরে ঠাসা আসবাবপত্র। তারই একাংশে চলত গ্যাস বা স্টোভ জ্বালিয়ে রান্না। বৃদ্ধা মা সুমিতা, স্ত্রী লক্ষ্মী, ছেলে ভিকি এবং মেয়ে মাম্পিকে নিয়ে সেখানেই থাকতেন তারকবাবু। তিনি পেশায় ছিলেন মালবাহী গাড়ির চালক। |
|
সুমিতাদেবী জানান, বুধবার রাতে তিনি এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। লক্ষ্মীদেবী রাতে আয়ার কাজ করতে গিয়েছিলেন। সকালে খবর পেয়ে ছুটে আসেন তাঁরা।
তারকবাবুর প্রতিবেশী শিখা নাথ বলেন, ‘‘চারটে নাগাদ দেখি ঘরের ভিতর থেকে আগুন-ধোঁয়া বেরোচ্ছে। আমরা ঘরের জানলা ভেঙে দেওয়ার পরে সেখান দিয়েই জ্বলন্ত অবস্থায় মাম্পিকে বার করে ভিকি। ওর শরীরের অনেক জায়গাও পুড়ে গিয়েছিল। ওই অবস্থাতেই বাবাকেও বার করতে যায় ভিকি। কিন্তু ততক্ষণে সব শেষ।” বাসিন্দারা জানান, দমকলের একটি ইঞ্জিন আসার আগে তাঁরাই আগুন নিয়ন্ত্রণে আনেন। দমকল কর্তাদের অনুমান, ঘরের ভিতরেই কোনও ভাবে আগুন লাগে।
তারকবাবুর বন্ধু শ্যামল মাঝি বলেন, “মাম্পি ছোট থেকেই মানসিক ভাবে অসুস্থ।” পড়শিরা জানান, বুধবার পাড়ার জগদ্ধাত্রী পুজোর বিসর্জন সেরে রাত সাড়ে তিনটে নাগাদ ফেরেন তারকবাবু। তার পরেই এই ঘটনা ঘটে। বৃহস্পতিবারই ময়না-তদন্তের পরে তারকবাবুর দেহ পরিজনদের হাতে তুলে দেওয়া হয়। |
|
|
|
|
|