দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতে কাজ চালানোর পর অবশেষে নিজস্ব কার্যালয় পেতে চলেছে দমকলের রানিগঞ্জ এবং পানাগড় শাখা। বুধবার দু’টি নতুন কার্যালয়ের কাজের গতি খতিয়ে দেখলেন দমকল বিভাগের ডিজি দুর্গাপ্রসাদ তারিনিয়া।
দমকলের বর্ধমান ডিভিশনের উচ্চপদস্থ কর্তা তুষারকান্তি সেন জানান, রানিগঞ্জ এবং পানাগড়ের দমকল দফতর দীর্ঘদিন ধরে ভাড়ার বাড়িতে চলছিল। মাস ছয়েক আগে এই দুই কার্যালয়ের নিজস্ব বাড়ি তৈরির কাজ শুরু হয়। বর্তমানে সেই কাজ প্রায় শেষ। এছাড়াও মেমারিতে তৈরি হবে নতুন দমকল কেন্দ্র। অক্টোবর মাসে পূর্ত দফতর থেকে প্রায় ৩৩ শতক জমি পাওয়া গিয়েছে। এছাড়া বর্ধমান দমকল কেন্দ্রেরও সংস্কার চলছে। দমকলের বর্ধমান ডিভিশন সূত্রে জানা গিয়েছে, একই সঙ্গে দুর্গাপুরের বিভাগীয় কার্যালয়ের সংস্কার এবং সম্প্রসারণের কাজও চলছে।
বুধবার পরিদর্শন শেষে দমকলের ডিজি দুর্গাপ্রসাদ তারিনিয়া বেশ কিছু নতুন পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, রানিগঞ্জের দমকল কেন্দ্রে হাইড্রোলিক ব্রেকার দেওয়া হবে। এই দমকল কেন্দ্রে জলাধার নির্মাণের জন্য পূর্ত দফতরকে পরিকল্পনা নিতে বলা হয়েছে। তিনি আরও জানান, রাজ্য সরকার আগামী ছ’মাসের মধ্যে ৬০টি মোটর স্পিড ওয়াটার ট্যাঙ্ক রাজ্যের দমকল কেন্দ্রগুলোয় সরবরাহ করবে। তার মধ্যে বর্ধমান জেলায় আসবে সাতটি। এ ছাড়াও রাজ্যের সব দমকল কেন্দ্রেই পাঠানো হবে পাঁচশো লিটার জলধারণ ক্ষমতা সম্পন্ন ছোট দমকল ইঞ্জিন। দুর্গাপুরের ডিভিশনে ১০ তলা আবাসনে উঠবার মত হাইড্রোলিক প্ল্যাটফর্ম তৈরী করা হবে।
দমকলের এই উদ্যোগে খুশি শহরের বাসিন্দারা। রানিগঞ্জের বাসিন্দা তৃণমূল নেতা গোপাল আচার্য্য বলেন, “এর আগে বাম পুরবোর্ড নির্মাণ কাজ না হলেও বাড়ির নকশা অনুমোদন করে দিয়েছে। এর ফলে অনেক এলাকায় ছোট গলিতে দমকলের গাড়ি ঢুকতে পারে না। আশা করা যায় এখন সমস্যা মিটবে।” রানিগঞ্জের বণিক সংগঠনের রাজেন্দ্র প্রসাদ খেতান বলেন, এই গুরুত্বপূর্ণ খনি শহরে দমকলের বেহাল পরিকাঠামো উন্নয়নের জন্য আমরা দীর্ঘদিন ধরেই দাবি করে আসছি। আশা করি এ বার সেই দাবি পূরণ হবে।”
|