ব্যানার ছেঁড়ার কেন্দ্র করে এসএফআই-ছাত্র পরিষদের সংঘর্ষে উত্তপ্ত মালদহের চাঁচল কলেজ। বুধবার বিকালে ওই সংঘর্ষে জখম হন দু’পক্ষের ৩ সমর্থক। জখম এসএফআইয়ের মতিউর রহমান ও আব্দুর রাজ্জাককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ছাত্র পরিষদের এক সমথর্ককে ব্লেড দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। সন্ধ্যায় দু’পক্ষের তরফেই পুলিশে অভিযোগ করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাহুল আমিন বলেন, “দু’পক্ষের গোলমাল হয়েছে বলে শুনেছি। তবে কলেজের ভিতরে কিছু হয়নি।” আগামী জানুয়ারি মাসে কলেজে ছাত্র সংসদের নির্বাচন হওয়ার কথা। তার প্রস্তুতিতেই ছাত্র সংগঠনগুলি কলেজে ব্যানার পোস্টার লাগাতে শুরু করেছে। ডিওয়াইএফের চাঁচল-১ ব্লক সভাপতি চাঁচল কলেজের দায়িত্বপ্রাপ্ত নেতা অমিতেশ পাণ্ডের অভিযোগ, “কলেজের বাইরে ব্যানার লাগানো ছিল। এ দিন ছাত্র পরিষদের কর্মীরা তা খুলে নিজেদের ব্যানার লাগায়। আমরা প্রতিবাদ করলে রড, বাঁশ নিয়ে ছাত্র পরিষদ হামলা চালায়।” ছাত্র পরিষদ নেতা সুমিত সরকারের অভিযোগ, “এসএফআই আমাদের সংগঠনের ব্যানার খুলে দেয়। তখন বাধা দিলে ওঁরা হামলা করে।”
|
সাজা শেষের ৯ মাস পরেও জেলে বন্দি ৩ শিশু-সহ মায়ানমারের ১৩ জন নাগরিক। সরকারি সূত্রে খবর, জেলাশাসক, জেলা পুলিশ সুপার থেকে শুরু করে মুখ্যমন্ত্রী, রাজ্যপালকে আবেদন করার পরেও ওই ১৩ জন মায়ানমারের নাগরিক মুক্তি পাননি বলে অভিযোগ। সম্প্রতি মালদহের মানবাধিক সংগঠনের আবেদনের সাড়া দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মন্ত্রকের চিঠি পেয়ে নড়ে বসে রাজ্য স্বরাষ্ট্র দফতর। দফতরে যুগ্মসচিব জি গুহঠাকুরতা ১ নভেম্বর মালদহের জেলা পুলিশ সুপার ও জেলাশাসককে চিঠি দিয়ে এই বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠান। জেলাশাসক গোদালা কিরণ কুমার বলেন, “পুলিশ সুপারের থেকে এই ব্যাপারে রিপোর্ট নিয়ে দ্রুত তা কলকাতায় পাঠানো হবে।”
|
বৃদ্ধ বাবা ও মাকে মারধর করে বাড়ি থেকে বার করে দেওয়ার অভিযোগ উঠেছে তিন ছেলে ও পুত্রবধূদের বিরুদ্ধে। ইংরেজবাজার থানার মালদহ শহরে ২১ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লিতে ঘটনাটি ঘটেছে। বুধবার মালদহ মেডিক্যাল কলেজে থেকে ছাড়া পাওয়ার পর ৭০ বছরের তিনকড়ি মণ্ডল ও তাঁর স্ত্রী সাবিত্রী দেবী ৩ ছেলেও ছেলের বউদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনকড়িবাবু বলেন, “বাড়ি ওদের নামে লিখে দেওয়ার জন্য ছেলেরা চাপ দিচ্ছিল। আমি অস্বীকার করায় শনিবার আমাকে ও স্ত্রীকে মারধর করে। মেডিক্যাল কলেজে ভর্তি হই। এদিন ছাড়া পেয়েছি।” দম্পতির দুই মেয়ে খবর পেয়ে এসে বাবা মাকে নিয়ে গিয়েছেন।
|
তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধান লগিন দাস গুলিবিদ্ধ হননি বলে বুধবার পুলিশ সূত্রে জানানো হয়েছে। গত মঙ্গলবার দুষ্কৃতীরা গুলি করলেও, তা তাঁর গলা ও কোমর ছুঁয়ে বেরিয়ে গিয়েছে বলে পুলিশ জানায়। ঘটনাস্থল থেকে পুলিশ চশমা উদ্ধার করলেও কার্তুজের খোল পায়নি। চিকিৎসার পরে বুধবার হাসপাতাল থেকে তাঁকে ছুটি দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বালুরঘাটের চকভৃগু এলাকায় সদর রাস্তায় ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা ওই তৃণমূল নেতার উপর দুষ্কৃতীরা আগ্রেয়াস্ত্র নিয়ে হামলা করে বলে অভিযোগ ওঠে।
|
কাজে ফেরানোর দাবি জানিয়ে থানার সামনে বিক্ষোভ দেখালেন সিভিক পুলিশের কর্মীরা। মালদহের হরিশ্চন্দ্রপুর থানায় বুধবার দুপুরে। থানা চত্বরে দু ঘণ্টা বিক্ষোভের জেরে থানায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরে আইসি বিক্ষোভকারীদের দাবি কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ৪০০ জনকে নিয়ে এ দিন সংগঠনও তৈরি হয় হরিশ্চন্দ্রপুরে।
|
রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে ভস্মীভূত হয়ে গেল ৮টি বাড়ি। মালদহের হরিশ্চন্দ্রপুরের বাংরুয়া এলাকায় বুধবার দুপুরে। আগুনে মজুত ধান, চাল সহ সর্বস্ব পুড়ে গিয়েছে বাসিন্দাদের। চাঁচল থেকে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দমকল সূত্রে জানা যায়, দুপুরে রান্নার সময় একটি বাড়ির রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে।
|
ধান খেত থেকে এক তরুণীর দেহ উদ্ধার হয়েছে মালদহের রতুয়ার উদয়পুরে। বুধবার বিকালে। তাঁকে অন্য কোথাও খুন করে ফেলে দেওয়া হয়েছে বলে সন্দেহ পুলিশের। আনুমানিক ২০ বছর বয়সী ওই তরুণীর পরিচয় জানা যায়নি। আঘাতের চিহ্নও ছিল না। |