দলের কর্মীদের দুর্নীতি থেকে দূরে থাকতে কড়া নির্দেশ দিলেন তৃণমূলের বাঁকুড়া জেলা কো-চেয়ারম্যান তথা জেলা সভাধিপতি অরূপ চক্রবর্তী। বুধবার বাঁকুড়ার রবীন্দ্রভবনে দলের বিজয়া সম্মেলনীতে তিনি এই বার্তা দেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “সিভিক পুলিশ নিয়োগের ক্ষেত্রে দলের কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শোনা যাচ্ছে। বেকার ছেলেদের ওই কাজে ঢোকানো নিয়ে আর্থিক লেনদেনেরও গুঞ্জন উঠছে। দলের মধ্যে থেকে কেউ দুর্নীতি করলে দল তাঁকে ছেড়ে দেবে না।” কী ব্যবস্থা নেওয়া হবে সে কথাও অরূপবাবু ঘোষণা করেছেন। অভিযোগ প্রমানিত হলে সেই কর্মী বা নেতাকে দল থেকে বহিস্কার করা হবে বলে তিনি জানিয়ে দেন। এ দিনের সম্মেলনে তৃণমূলের জেলা সভাপতি তথা ওন্দার বিধায়ক অরূপ খাঁ-সহ জেলা তৃণমূল নেতৃত্বের একাংশ উপস্থিত ছিলেন। তবে এই অনুষ্ঠানে জেলা নেতৃত্বের সঙ্গে বিধায়কদের একাংশের অনুপস্থিতি নিয়েও দলীয় কর্মীদের মধ্যে নানা জল্পনার কথা শোনা গিয়েছে।
|
গ্যাস লাইটার মেরামতির দোকানে আগুন লেগে জখম হলেন পাঁচ জন। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুরে সত্যপীরতলা এলাকায়। দোকান মালিক ভক্তি গরাই-সহ পাঁচজনকেই বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের ডেপুটি সুপার নিবেদিতা মিশ্র বলেন, “সকলেরই হাত ও পা সামান্য পুড়েছে। তাঁদের চিকিৎসা করা হয়েছে।” |