সোনারপুর থানার একাধিক লুঠপাটে জড়িত বাংলাদেশের এক ডাকাত দল গ্রেফতার হল। মাস দুয়েক আগে রাজপুরে অনির্বাণ ঘোষ নামে এক ব্যক্তির বাড়িতে মারধর করে লুঠপাট চালিয়েছিল তারা। বুধবার ভোরে ৭ জনের ওই দলটিকে গ্রেফতার করা হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে খবর। দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠি জানান, ধৃতদের নাম আসিম আলি শেখ, মহম্মদ বাদল খান, মহম্মদ ফারুক হাওলাদার, মেহমুদ খান, মামুন তালুকদার, মহম্মদ সাহিন ও মিন্টু রায়। জেরায় তারা লুঠের কথা কবুল করেছে বলে পুলিশের দাবি। পুলিশ জানায়, ওই বাড়ি থেকে বাংলাদেশে তৈরি একটি টি-শার্ট মেলে। সেই সূত্র ধরেই দলটিকে ধরা হয়। সম্প্রতি গড়িয়া জলপোল এলাকায় কয়েক জন বাংলাদেশি একটি বাড়ি ভাড়া নিয়েছেন খবর পেয়ে তাঁদের উপরে নজরদারি শুরু হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করেই ঘটনার কিনারা হয়। পুলিশ জানায়, সীমান্ত পেরিয়ে হাবরার বাসিন্দা মিন্টুর বাড়িতে থাকত বাংলাদেশিরা। পরে শহরতলিতে বাড়ি ভাড়া নিয়ে থেকে অপারেশন চালাত। বছর তিনেক ধরে শহরতলিতে বিভিন্ন ডাকাতিতে ধৃতেরা জড়িত বলে দাবি পুলিশের। চোরাই জিনিস, সোনা ও টাকা নিয়ে বাংলাদেশে পালাত ধৃতরা। কী ভাবে ধৃতেরা সীমান্ত পেরোল, তদন্ত করে দেখছে পুলিশ।
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল বাবা ও ছেলের। জখম হন পরিবারের আরও তিনজন। বুধবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের পুকুরিয়া গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম অরবিন্দ হালদার (৫৫) এবং পল্লব হালদার (১৯)। জখমদের মথুরাপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
|
এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে তার গৃহশিক্ষককে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে ক্যানিং থানার ঘটনা। ওই নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে শঙ্কর প্রামাণিক নামে ওই গৃহশিক্ষককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী এ দিন সন্ধ্যায় গৃহশিক্ষকের কাছে পড়তে গিয়েছিল। অন্য সহপাঠীরা না আসার সুযোগে ওই গৃহশিক্ষক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। নাবালিকার ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।
|
আর্থিক অনিয়মের অভিযোগে ধৃত র্যামেল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার রামেশ্বর পোদ্দারকে সাত দিন পুলিশি হাজতে রাখার নির্দেশ দিল বারাসত আদালত। বুধবার তাঁকে আদালতে তোলা হয়। সংস্থার এজেন্ট, আমানতকারীদের একাংশ তাঁর গ্রেফতারির প্রতিবাদে আদালতের বাইরে বিক্ষোভ দেখান। তাঁদের বক্তব্য, দু’-এক জনের অভিযোগের ভিত্তিতে রামেশ্বরবাবুকে গ্রেফতার করা হয়েছে। এতে হাজার হাজার মানুষ টাকা ফেরত না-পেয়ে দুর্ভোগে পড়বেন। সংস্থা-কর্তার মুক্তির দাবিতে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। পুলিশ লাঠি চালিয়ে অবরোধ তুলে দেয়। |