জমিদাতাদের বিক্ষোভে
কারখানায় বিঘ্নিত উৎপাদন
কাজের দাবিতে জমিদাতাদের বিক্ষোভে উৎপাদন বন্ধ থাকল খড়্গপুরের একটি যন্ত্রাংশ নির্মাণ কারখানায়। বুধবার সকালে খড়্গপুরের চাঙ্গুয়ালের ওই কারখানায় স্থায়ী কাজের দাবিতে জমিদাতারা বিক্ষোভ দেখান। সকাল ছ’টা নাগাদ কারখানার প্রথম শিফ্টের কাজ শুরুর আগে থেকেই বিক্ষোভ শুরু হয়। চলে বেলা এগারোটা পর্যন্ত। খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারাখানা কর্তৃপক্ষের আলোচনায় বসার আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ফের উৎপাদন চালু হয়।
বিক্ষোভকারীদের দাবি, ওই কারখানা গড়ার জন্য জমি নেওয়ার সময় কারখানা কর্তৃপক্ষ স্থায়ী কাজের প্রতিশ্রুতি দিয়েছিল। তবে চার বছর পেরিয়ে গেলেও এখনও প্রশিক্ষণপ্রাপ্তদের স্থায়ী পদে নেওয়া হয়নি বলে অভিযোগ। অবিলম্বে স্থায়ীপদে নিয়োগের দাবিতে এ দিন কারখানার গেট বন্ধ করে বিক্ষোভ দেখান তাঁরা। স্থানীয় অস্থায়ী ঠিকা শ্রমিকেরাও কাজের দিন বৃদ্ধির দাবিতে তাঁদের সঙ্গে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভ সামাল দিতে কারখানার মূল গেট বন্ধ করে দেওয়া হয়।
কারখানা সূত্রে জানা গিয়েছে, খড়্গপুর-ভুবনেশ্বর ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে চাঙ্গুয়ালে ২০০৮ সালে পণ্য ওঠানো-নামানোর যন্ত্র, পাথর ভাঙার মেশিন-সহ বেশ কিছু যন্ত্রাংশ তৈরির ওই কারখানাটি গড়ে ওঠে। ২০১০ সালে কারখানার উপাদন শুরু হয়। অভিযোগ, কারখানা চালু হলেও পূর্বের কথামতো জমিদাতারা কাজ পাননি। এর পর থেকেই কাজের দাবিতে বেশ কিছু জমিদাতা ‘জমিহারা চাষি কমিটি’ গড়ে আন্দোলনে নামে। পরবর্তীকালে অস্থায়ী শ্রমিক পদে ৬৫ জনকে মাসে ১২ দিনের কাজের চুক্তিতে নেওয়া হয়। এ ছাড়াও জমিদাতা পরিবারের মাধ্যমিক উত্তীর্ণ ৮৯ জন যুবক-যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হয়। তাঁদের মধ্যে পরীক্ষা না দেওয়া, উপস্থিত না থাকায় অকৃতকার্য হন ২৫ জন। তবে বাকি প্রশিক্ষিতদেরও কোনও শংসাপত্র ও কাজ দেওয়া হয়নি বলে দাবি চাষি কমিটির।
চাষি কমিটির পক্ষে জমিদাতা সুরজিৎ পাত্র, অরূপ পাল, কাকলি পাত্রদের অভিযোগ, “আমাদের জমি নেওয়ার সময় স্থায়ী পদে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল কারখানা কর্তৃপক্ষ। কিন্তু দীর্ঘ টালবাহানার পর কিছুজনকে অস্থায়ী পদে নিলেও তাঁদের মাসে মাত্র ১২ দিন কাজ দেওয়া হয়েছে। আর আমাদের মতো প্রশিক্ষিতদের কোনও শংসাপত্র না দিয়ে কাজে নেওয়া হচ্ছে না।” তাই আমরা বাধ্য হয়ে আন্দোলনের পথে নেমেছি। কারখানার অ্যাডমিনিস্ট্রেটিভ হেড সঞ্জীব ভট্টাচার্য জানান, স্থানীয় কিছু মানুষ কারখানার গেট বন্ধ করে বিক্ষোভ দেখিয়েছে। আমরা আগামী ২০ নভেম্বর ওঁদের আলোচনার জন্য ডেকেছি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.