টুকরো খবর
কাজ চেয়ে বিক্ষোভ সিভিক পুলিশদের
নিয়োগপত্র পেয়েছিলেন গত এপ্রিলে। আর প্রথম কাজ মিলেছিল ছ’মাসের মাথায়, অক্টোবরে। মাঝে একদিন বাদ দিয়ে ২৮ দিন কাজ করলেও টাকা মেলেনি। আর তারপরই থানা থেকে জানিয়ে দেওয়া হয়, আপাতত আর কাজ নেই। প্রয়োজন হলে ডেকে পাঠানো হবে। এমনই দশা জেলার সিভিক পুলিশদের। প্রতিবাদে বুধবার জেলা পুলিশ সুপার ও জেলাশাসকের অফিসে বিক্ষোভ দেখান লালগড় থানার সিভিক পুলিশেরা। জেলাশাসকের অফিসে তাঁরা স্মারকলিপি দিয়েছেন। বিক্ষোভকারীরা বলেন, “সোমবার জেলাশাসক দেখা করবেন বলেছেন। দেখি প্রশাসন কী করে। কিছু না বলে জেলার ৬ হাজার সিভিক পুলিশ বিক্ষোভ, অবরোধে মেদিনীপুর শহরকে স্তব্ধ করে দেব।” কিছু সিভিক পুলিশ এ দিন বিনপুর থানা এলাকায় বিক্ষোভ মিছিল করে। চলতি বছরেই জেলাতেও ৬ হাজার সিভিক পুলিশ নিয়োগ করা হয়। কাজ পেলে দিনে ১৪১ টাকা মজুরির বিনিময়ে এই নিয়োগ। লালগড়ের ধরমপুর এলাকার বড়কোলা গ্রামের যতীন সিংহ বলেন, “রাষ্ট্রবিজ্ঞানে এমএ পাশের পর কটকে বেসরকারি সংস্থায় কাজ করছিলাম। সিভিক পুলিশে চাকরি জুটল। কিন্তু কাজ কোথায়?” রামগড়ের ধ্রুবজ্যোতি রায় কল সেন্টারে ৭ হাজার টাকার চাকরি ছেড়ে সিভিক পুলিশে যোগ দিয়েছেন। তিনি বলেন, “সরকারি চাকরি মানেই স্থায়ী হবে। এই আশাতে চাকরি ছেড়েছিলাম। ফের বেকার হয়ে ঘুরছি।” পুলিশ-প্রশাসন জানিয়েছে, সিভিক পুলিশদের দাবির কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

শ্লীলতাহানির অভিযোগ, ট্রেন থেকে ধৃত যুবক
সহযাত্রী মহিলার শ্লীলতাহানির অভিযোগে চেন্নাই-হাওড়া করমণ্ডল এক্সপ্রেস থেকে এক যুবককে গ্রেফতার করল খড়্গপুর রেল পুলিশ। বুধবার সকালে খড়্গপুর স্টেশনে ট্রেন পৌঁছনোর পরই ফিরোজ হুসেন নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। রেল পুলিশ জানিয়েছে, ওই যুবকের বাড়ি হুগলির দাদপুরে। তিনি চেন্নাইতে তামা গলানোর কাজ করেন। রেল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে ডাউন করমণ্ডল এক্সপ্রেসে উঠেছিলেন মেদিনীপুরের এক মুসলিম দম্পতি। একই স্টেশন থেকে ট্রেনে ওঠেন ফিরোজ। ব্যাগ রাখা নিয়ে ফিরোজের সঙ্গে ওই দম্পতির বচসা বাধে। অভিযোগ, তখনকার মতো মিটমাট হয়ে গেলেও গোটা রাস্তা ফিরোজ ওই দম্পতিকে কটূক্তি করতে থাকেন। বিরোধ বাড়লে ফিরোজ মহিলার শ্লীলতাহানি করে বলেও অভিযোগ। এ দিন সকালে ট্রেন খড়্গপুরে পৌঁছলে ওই দম্পতির অভিযোগের ভিত্তিতে ট্রেন থেকে নামানো হয় ফিরোজকে। পরে তাঁকে গ্রেফতার করা হয়। খড়্গপুর রেল পুলিশের আইসি আশিসকুমার রায় বলেন, “শ্লীলতাহানির কথা স্বীকার না করলেও অভিযুক্ত যুবক বচসার কথা স্বীকার করেছে।

জলপ্রকল্প, তৃণমূলকেই দুষলেন রবিশঙ্কর পাণ্ডে
পুরসভায় তৃণমূলের আমলে জলপ্রকল্পের কাজ পরিকল্পিতভাবে হয়নি। তাই কাজ থমকে রয়েছে। বুধবার দুপুরে সাংবাদিক বৈঠকে এই অভিযোগ জানালেন খড়্গপুরের কংগ্রেস পুরপ্রধান রবিশঙ্কর পাণ্ডে। গত ১১ নভেম্বর শহর তৃণমূলর পুরসভার সামনে জমায়েতে অভিযোগ করা হয়, পুরপ্রধানের অসুস্থ। তাই পুরসভার কাজ থমকে রয়েছে। তার জবাব দিতেই এ দিন সাংবাদিকদের মুখোমুখি হন পুরপ্রধান। তৃণমূলের বক্তব্য ছিল, পুরসভার ৮৬ কোটির জল প্রকল্প থমকে রয়েছে। তাই পুরপ্রধান অন্য কাউকে তাঁর পদের দায়িত্বভার দিন। রবিশঙ্করবাবু অসুস্থতার কথা স্বীকার করেই বলেন, “আমি অসুস্থতার কারণে কয়েক দিন বাইরে ছিলাম ঠিকই। তবে সেজন্য পুরসভার কোনও কাজ থমকে নেই।

মেদিনীপুরে আজ প্রদীপ
কর্মী-বৈঠকে যোগ দিতে আজ, বৃহস্পতিবার মেদিনীপুরে আসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। বিভিন্ন ওয়ার্ডের কর্মীদের সঙ্গে তিনি বৈঠক করবেন। ২০০৮ সালে মেদিনীপুর পুরসভা নির্বাচন হয়। নির্বাচনে জিতে পুরসভার ক্ষমতা দখল করে কংগ্রেস-তৃণমূল। দু’দলের জোট হয়। পুরপ্রধান হন তৃণমূলের প্রণব বসু। উপ-পুরপ্রধান হন কংগ্রেসের এরশাদ আলি। এ বার ভোটের আগে জোট হয়নি। ভোটের পর জোটের সম্ভাবনা কম। এ বার শহরের ২৫টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে কংগ্রেস। মেদিনীপুরে এসে প্রদীপবাবু ঠিক কী নির্দেশ দেন, সেই দিকেই তাকিয়ে কংগ্রেস কর্মীরা।

শহরে বিজেপি সভাপতি
শহরে ভোটের প্রচারে রাহুল সিংহ।
সিপিএমের দেখানো পথেই চলছে তৃণমূল বুধবার মেদিনীপুরের নির্বাচনী সভায় এমনই অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ। তিনি বলেন, “সিপিএম ৩৪ বছরে বাংলাকে শেষ করে দিয়েছে। সিপিএম চলে গেলেও মহাকরণে সিপিএমের শাসন রয়ে গিয়েছে।” এ দিন গেট বাজার এলাকার অদূরে এই সভায় ছিলেন দলের জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায়, শহর সভাপতি অরূপ দাস প্রমুখ। সভায় সিপিএম-তৃণমূল দু’দলেরই কড়া সমালোচনা করেন রাহুলবাবু। আজ, বৃহস্পতিবারও শহরে নির্বাচনী সভা করার কথা তাঁর।

ছাত্রদের সভা
তৃণমূল প্রার্থীদের সমর্থনে শহর জুড়ে প্রচার আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। বুধবার টিএমসিপির শহর কমিটির ডাকে মেদিনীপুরের ফেডারেশন হলে এক সভায় ছিলেন তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ, শহর সভাপতি সুকুমার পড়্যা, টিএমসিপির জেলা সভাপতি রমাপ্রসাদ গিরি প্রমুখ। বিভিন্ন ওয়ার্ডের ছাত্রছাত্রীরা সভায় যোগ দেন। টিএমসিপির শহর সভাপতি শৈবাল পাত্র বলেন, “শহরের সর্বত্র তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার চলছে। আগামী দিনে প্রচার আরও জোরদার হবে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.