|
|
|
|
জিতলে নতুন মেদিনীপুর, প্রচারে আশ্বাস পুরমন্ত্রীর |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পুরসভায় ফের তৃণমূল ক্ষমতায় এলে ‘নতুন মেদিনীপুর সৃষ্টি করবে বলে প্রতিশ্রুতি দিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বুধবার এক নির্বাচনী পথসভায় তিনি বলেন, “পাঁচ বছর আগেও পুরভোটের প্রচারে এসেছিলাম। তখন জলের সমস্যা ছিল। আলো প্রায় ছিলই না। আমাদের কাউন্সিলররা আস্তে আস্তে শহরটাকে সাজিয়েছেন। আগে এমকেডিএ কাজই করত না। মৃগেনদা (মৃগেন মাইতি) দায়িত্ব নেওয়ার পর কত প্রকল্পের কাজ হচ্ছে। পুরভোটে আমাদের প্রার্থীদের জেতান। একদিকে পুরসভা। অন্যদিকে এমকেডিএ। নতুন মেদিনীপুর সৃষ্টি করবে। নতুন জল প্রকল্প হবে। নতুন নিকাশি প্রকল্প হবে।” |
|
কোতয়ালি বাজারে ফিরহাদ হাকিমের পথসভা। —নিজস্ব চিত্র। |
পুরভোটের প্রচারে বুধবার বিকেলে মেদিনীপুরে আসেন পুরমন্ত্রী। মৃণাল চৌধুরী, নিবেদিতা পাল, নির্মাল্য চক্রবর্তী প্রমুখ তৃণমূল প্রার্থীর সমর্থনে পথসভা করেন তিনি। শহরের পাথরঘাটা, বড় আস্তানা, কোতয়ালি বাজারে নির্বাচনী পথসভা হয়। পুরমন্ত্রী দাবি করেন, পাঁচ বছরে শহর অনেক পাল্টে গিয়েছে। উন্নয়নের এই ধারা বজায় রাখতে আসন্ন পুর-নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান তৃণমূলের এই নেতা। পাশাপাশি আক্রমণ করেন বিরোধী সিপিএমকে। কংগ্রেস সাংসদ দীপা দাশমুন্সি ও রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীকেও নাম না করে কটাক্ষ করেন ফিরহাদ। সেই সঙ্গে তাঁর অভিযোগ, কংগ্রেস-সিপিএমের বোঝাপড়া হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী বারবার জেলায় এসে যে ভাবে উন্নয়ন করছেন, সে কথাও মনে করিয়ে দেন পুরমন্ত্রী।
পাথরঘাটার সভায় পুরমন্ত্রী বলেন, “মৃণাল চৌধুরী সব সময় আপনাদের পাশে থেকেছেন। এলাকার উন্নয়ন করেছেন। আমাদের প্রার্থীকে ভোট না- দিলে অন্যায় হবে।” জিতলে মৃণালবাবু পুরসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন বলে সভায় জানান তৃণমূলের শহর সভাপতি সুকুমার পড়্যা। সভা থেকে ভোটপ্রার্থনা করেন প্রার্থী নিজেও। মৃণালবাবুর কথায়, “কাজ করতে গেলে সামান্য ভুলত্রুটি হয়ই। সব পেরেছি বলব না। যতটা সম্ভব করার চেষ্টা করেছি।” সভায় উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি, তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায়, দলের জেলা কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ। |
|
|
|
|
|