|
|
|
|
শিলচরে বৃদ্ধা খুনে ২ জনের যাবজ্জীবন |
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
সত্তর বছরের বৃদ্ধাকে শ্বাসরোধ করে খুনের অপরাধে দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল শিলচর দায়রা আদালত। সঙ্গে ৫ হাজার টাকা করে জরিমানা। অনাদায়ে আরও ছ’মাস কারাবাস বলে তাঁর রায়ে জানিয়ে দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক এস পি মৈত্র। উল্লেখ্য, সিসিটিভি-র ফুটেজই ছিল এই মামলার প্রধান সাক্ষী।
গত তিন দিন থেকে এই রায় নিয়ে শহরে জল্পনা-কল্পনা চলছিল। সোমবার কাঞ্চন দেবী হত্যা মামলায় অভিযুক্ত ৬০ বছরের রাধানাথ যাদব এবং ৪১ বছরের বিষ্ণু গোয়ালা, দু’জনকেই দোষী বলে ঘোষণা করে আদালত। গত কাল তাদের বক্তব্য শোনা হয়। রাধানাথ এবং বিষ্ণু, দু’জনেই কম শাস্তি দেওয়ার আর্জি জানায়। সরকারি আইনজীবী ফয়জুল হক লস্কর তাদের ফাঁসির দাবি জানান। শেষ পর্যন্ত তাদের যাবজ্জীবন হয়েছে। ২০১২ সালের ৯ সেপ্টেম্বর, অন্য দিনের মতোই দুধ দিতে গিয়ে ফ্ল্যাটের চারতলায় উঠে কাঞ্চন দেবীর ঘরে কলিং বেল বাজায় বিষ্ণু। পরিকল্পনা মতো সঙ্গে নিয়ে গিয়েছিল কিশোর ভইপো সঞ্জুকে। কাঞ্চন দেবী নাতনির বাড়িতে কাজের জন্য একজন লোক খুঁজছিলেন। সঞ্জুকে নাতনির বাড়ির জন্য এনেছে বলে কাঞ্চন দেবীকে সে জানায়। তিনি ফ্ল্যাটের দরজা খুলে দু’জনকে ভিতরে বসতে দেন। বিষ্ণু জল খেতে চায়। কাঞ্চন দেবী জল আনতে রান্নাঘরে যাওয়ার সময়েই কাকা-ভাইপো মিলে বৃদ্ধাকে ধরে মেঝেতে ফেলে তাঁর শ্বাসরোধ করে হত্যা করে। ঘরে যে সিসি টিভি রয়েছে, দীর্ঘ দিন ধরে দুধ দেওয়ার সুবাদে বিষ্ণু তা জানত। কিন্তু এর কার্যকলাপ জানা না-থাকায় খুনের পর সবক’টি ক্যামেরা ভেঙে সে সঞ্জুকে নিয়ে বেরিয়ে পড়ে। এর আগেই অবশ্য পুরো হত্যাকাণ্ডের ফুটেজ মেশিন-বন্দি হয়ে যায়। পুলিশ তদন্তে নেমে ওই ফুটেজ দেখেই কাকা-ভাইপোকে গ্রেফতার করে। বিচারক সিসিটিভি ভাঙার জন্য বিষ্ণুকে আরও দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দেন। |
|
|
|
|
|