টুকরো খবর
টর্চে সোনা পাচার, ধৃত
টর্চের ব্যাটারির ভিতরে লুকিয়ে সোনার বার পাচার করতে গিয়ে বিমানবন্দরে ধরা পড়লেন এক যুবক। ধৃতের নাম পারাক্কল জাকারিয়া (২৬)। তিনি কেরলের বাসিন্দা। দশ দিন আগে একই ভাবে টর্চের ব্যাটারির ভিতরে সোনা পাচার করতে গিয়ে বিমানবন্দরে ধরা পড়েছিলেন কেরলেরই আর এক যুবক। পারাক্কলের মতো তিনিও এসেছিলেন ব্যাঙ্কক থেকে। শুল্ক অফিসারদের ধারণা, এই পদ্ধতিতে সোনা পাচারের নতুন একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। দুই ধৃত তারই সদস্য। শুল্ক দফতর জানায়, মঙ্গলবার পারাক্কল কলকাতায় নামার পরে তাঁর হাঁটাচলা দেখে সন্দেহ হয় শুল্ক অফিসারের। শুরু হয় জিজ্ঞাসাবাদ। ব্যাগ তল্লাশি করতেই বেরিয়ে আসে টর্চ। তার ভিতরে ব্যাটারি থাকলেও আলো জ্বলছিল না। তখনই ব্যাটারি ভেঙে সোনা বার করে আনা হয়। শুল্ক দফতর জানিয়েছে, পারাক্কল মাংস বিক্রি করেন। তাঁর কাছে মিলেছে ১৫২ গ্রাম ওজনের সাতটি বার। সব মিলিয়ে এক কেজির একটু বেশি ওই সোনার দর ৩৩ লক্ষ টাকা। এ দিন পারাক্কলকে আদালতে তোলা হলে জামিন দিয়ে দেন বিচারক।

পুরকর বকেয়া
প্রায় এক কোটি টাকা পুরকর বকেয়া থাকায় টালিগঞ্জে একটি স্টুডিওর দেওয়াল জুড়ে নোটিস টাঙিয়ে দিল পুর-প্রশাসন। অবিলম্বে তা মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে ওই নোটিসে। যদিও পুরসভা সূত্রের খবর, রেকর্ড অনুযায়ী ওই সম্পত্তির কর বাবদ টাকা বকেয়া রয়েছে মতিলাল চামারিয়া নামে এক ব্যক্তির নামে। স্টুডিওর মালিক ভাড়াটে। পুরসভার মেয়র পারিষদ (জঞ্জাল অপসারণ দফতর) দেবব্রত মজুমদার বলেন, “ওই ঠিকানায় স্টুডিও থাকায় সেখানেও নোটিস পড়েছে।” তিনি জানান, এ দিন নোটিস পড়ার পরেই স্টুডিওর মালিক পুর-কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন। তাঁরা কী চান, তা জানাতে বলা হয়েছে। একই সঙ্গে ভাড়াটে হিসেবে তাঁর কাছে কী কাগজপত্র আছে, তা দেখাতে বলা হয়েছে। স্টুডিওর মালিক জানান, ভাড়াটে হিসেবে পুরসভা তাঁর কাছে ডিমান্ড নোটিস পাঠালে তিনি তাঁর ব্যবহৃত অংশের টাকা মেটাবেন।

মেট্রোয় বিপত্তি
একই জায়গায় ট্রেন আটকে পরপর দু’দিন বিপর্যস্ত হল মেট্রো চলাচল। বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ দমদমের পরে ওয়াই সাইডিংয়ে (যেখান থেকে ট্রেন ঘুরে আপ থেকে ডাউন লাইনে আসে) একটি বাতানুকূল রেক আটকে যায়। রেকটি দীর্ঘক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকায় দমদমে ডাউন প্ল্যাটফর্ম থেকেই আপ ও ডাউন ট্রেনগুলি চালাতে হয়। ঘণ্টাখানেক পরে আটকে পড়া রেকটিকে সরানো হলে মেট্রো চলাচল স্বাভাবিক হয়। অফিস টাইমে যাত্রীরা যথারীতি কিছুটা দুর্ভোগে পড়েন। মঙ্গলবারও একই ভাবে ওই জায়গাতেই একটি রেক আটকে গিয়েছিল। কেন বারবার এমন হচ্ছে, তা খতিয়ে দেখতে বুধবার ইঞ্জিনিয়ারেরা ঘটনাস্থলে যান। মেট্রো সূত্রে খবর, পয়েন্টের গোলমালের জন্যই এমন হচ্ছে। ইঞ্জিনিয়ারেরা ওই ত্রুটি পাকাপাকি ভাবে সারানোর চেষ্টা করছেন।

মন্ত্রীর নির্দেশ
আগামী ১ জানুয়ারি থেকে যাত্রীদের ভাড়ার ছাপা রসিদ না দিলে ট্যাক্সির লাইসেন্স বাতিল করা হবে। বুধবার শিয়ালদহে নীল-সাদা ট্যাক্সির উদ্বোধনে এসে এ কথা জানান পরিবহণমন্ত্রী মদন মিত্র। মন্ত্রী বলেন, “৩১ ডিসেম্বরের মধ্যে সব ট্যাক্সিতে নতুন মিটার বসাতে হবে। তার পরে কোনও কথা শোনা হবে না।” মন্ত্রী জানান, এখন মিটার ক্যালিব্রেশনের কাজ চলছে। সেই কাজ ডিসেম্বরে শেষ হবে। ১ জানুয়ারির পর থেকে ট্যাক্সিচালকেরা রসিদের প্রিন্ট না দিলে উপযুক্ত ব্যবস্থা নেবে পরিবহণ দফতর। তিনি বলেন, “চালকদের একাংশ নির্দিষ্ট ভাড়ার থেকে কয়েক গুণ বেশি হাঁকছেন। যাত্রীরা বেশি ভাড়ার বিষয়ে পরিবহণ দফতর ও পুলিশের কাছে ট্যাক্সির নম্বর-সহ অভিযোগ জানাতে পারবেন। সে ক্ষেত্রে ৫০০০ টাকা জরিমানা বা লাইসেন্স বাতিল হবে।”

ইতিহাসের পাঠ
ছাপার অক্ষরে আছে বলেই মেনে নিলে চলবে না। যুক্তি দিয়ে যাচাই করে নিতে হবে। ছাত্রছাত্রীদের মধ্যে এই অনুসন্ধিৎসা তৈরিতে উদ্যোগী হতে হবে শিক্ষকদের। বুধবার আমেরিকান সেন্টার আয়োজিত একটি অনুষ্ঠানে শহরের বিভিন্ন স্কুলের ইতিহাস শিক্ষকদের এই পরামর্শ দিলেন আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্যাম ওয়াইনবার্গ। তারিখ ও নামের খতিয়ান-সহ মোটা বই মুখস্থের চেষ্টা করে ব্যর্থ হয়ে বেশির ভাগ পড়ুয়া ইতিহাস এড়িয়ে চলতে চায়। নিজের অভিজ্ঞাতা শুনিয়ে স্যাম বোঝান, যে কোনও বিষয়ই প্রাসঙ্গিক করতে হবে। সেই সঙ্গে ছাত্রছাত্রীদের প্রশ্ন করার অভ্যাসকে উৎসাহ দিতে হবে।

আবাসন মামলায় আত্মসমর্পণ
আবাসন কেলেঙ্কারি মামলায় অন্যতম দুই অভিযুক্ত বুধবার ব্যাঙ্কশাল আদালতে আত্মসমর্পণ করেছেন। সরকারি আইনজীবী তমাল মুখোপাধ্যায় ও অনিন্দ্য রাউত জানান, সুপ্রিয় গুহ ও গৌরহরি মাঝি নামে দুই অভিযুক্ত এ দিন ব্যাঙ্কশালের বিশেষ আদালতের (চতুর্থ) বিচারক চকোরলাল সিংহের এজলাসে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। বিচারক তাঁদের প্রত্যেককে দু’হাজার টাকার জামিনে মুক্তি দেন। সুপ্রিয় ও গৌরহরি একটি আবাসন প্রকল্পের ডিরেক্টর ছিলেন। এই মামলায় রাজ্যের প্রাক্তন আবাসনমন্ত্রী, সিপিএম নেতা গৌতম দেব-সহ ২১ জন অভিযুক্ত। সিআইডি সেপ্টেম্বরে মামলার চার্জশিট পেশ করেছে।

পুরনো খবর:

দুর্ঘটনায় মৃত্যু
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। বুধবার সকালে ঘটনাটি ঘটে বাঁশদ্রোণী এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত ওই মহিলার নাম নীলিমা দেবনাথ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্রহ্মপুরের বাসিন্দা নীলিমাদেবীকে এ দিন সকালে একটি গাড়ি ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তাঁকে বাঙুর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। স্থানীয় সূত্রে খবর, গাড়ির মালিকই গাড়িটি চালাচ্ছিলেন। পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

অস্ত্র-সহ গ্রেফতার
বেআইনি অস্ত্র রাখার অপরাধে গ্রেফতার হল এক যুবক। ধৃতের নাম রবি সর্দার (২৪)। বাড়ি নোনাডাঙার রেল কলোনিতে। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার তিলজলার ৫৬ তলা এলাকা থেকে একটি দেশি বন্দুক ও কার্তুজ-সহ তাকে ধরা হয়।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.